নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ধান কেটে বাড়ী ফেরার পথে ট্রাক্টার উল্টে চাপা পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনায় গুরুতর জখম আরো দুই শ্রমিক বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। রবিবার ভোরে মালদা জেলার রতুয়াই রাজ্য সড়কের উপর দূর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সেক আজাদ(৫০)।বাড়ি ইংরেজবাজার থানার মিলকি অঞ্চলের খাসখোল গ্রামে। ঘটনায় গুরুতর জখম সেখ তফিজুল(৪০)ও লিটন সেক(১৯)। জানা যায় গত এক মাস আগে খাসখোল গ্রামের সাত জন শ্রমিক ধান কাটার জন্য চাঁচল থানার গোয়ালপাড়া এলাকায় যায়। কাজ শেষ করে রবিবার ভোর রাতে ট্রাক্টার গাড়ি করে সাত জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। সেই সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। গাড়িটি উল্টে শ্রমিকদের উপর ধানের বস্তা চাপা পরে যায়।
ঘটনায় মোট পাঁচ জন আহত হন।স্থানীয় বাসিন্দারা আহতের প্রথমে রতুয়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি দেখে তিন জন কে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালিন সেক আজাদ নামে এক শ্রমিকের মৃত্যু হয়।বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে। পুলিশ মৃতদেহ টি ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে মর্গে পাঠায় ।ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584