নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
জিরো ব্যালান্স অ্যাকাউন্টের টাকা তোলার নিয়মে রদবদল করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। এটিএম ও ব্যাঙ্ক থেকে টাকা তোলা মিলিয়ে মাসে মোট চারবার ফ্রিতে তোলা যাবে টাকা। ৪ বারের বেশি হলে প্রত্যেক লেনদেন পিছু ১৫ টাকা করে চার্জ(GST) কাটা হবে।
এছাড়াও চেকবইয়ের দামেও হয়েছে কিছু পরিবর্তন। প্রত্যেক বছর বিনামূল্যে দেওয়া হবে ১০ পাতার চেক বই। তার বেশি দরকার হলে চেক বই কিনতে হবে। ১০ পাতার চেক বইয়ের দাম হবে ৪০ টাকা। ২৫ পাতার চেক বই নিলে দিতে হবে ৭৫ টাকা। এমারজেন্সি চেক বই নিতে গেলে দিতে হবে ৫০ টাকা। ১ জুলাই থেকে নতুন এই নিয়ম চালু হবে জিরো ব্যালান্স অ্যাকাউন্টের ক্ষেত্রে।
আরও পড়ুনঃ ২০২১-২২ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ৮.৩ শতাংশ হতে পারে, মত বিশ্বব্যাঙ্কের
উল্লেখ্য, কম আয়সম্পন্ন ব্যক্তি যাতে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন, সেইজন্যই এই অ্যাকাউন্টের সুবিধা নিয়ে এসেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584