বিজেপির সাইকেল মিছিলে তৃণমূলের হামলা,অভিযোগ অস্বীকার

0
44

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Attack on bjp cycle procession
নিজস্ব চিত্র

প্রখর গ্রীষ্মের তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজা।

Attack on bjp cycle procession
আক্রান্ত।নিজস্ব চিত্র

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে পিংলা ব্লকের করকা অঞ্চল এলাকায় সাইকেল মিছিলের মাধ্যমে ভোট প্রচার সারছিলেন বিজেপির নেতা কর্মীরা।এরপরেই অভিযোগ তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী অতর্কিত ভাবে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর শুরু করে।

Attack on bjp cycle procession
আক্রান্ত।নিজস্ব চিত্র

তৃণমূলের এই তাণ্ডবের ফলে আহত হয় পনেরো জন বিজেপি কর্মী।তাদের পিংলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় এবং শারীরিক অবনতি হওয়ার কারণে বেশ কিছু জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Attack on bjp cycle procession
সুমন পাল,স্থানীয় বিজেপি কর্মী।নিজস্ব চিত্র

বিজেপি কর্মী সুমন পালের অভিযোগ,আমরা যখন মিছিল করছিলাম তখন তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী আমাদের ওপর তাণ্ডব চালায় এবং লাঠি, রড সহ বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের বেধড়ক মারধর করতে থাকে।

Attack on bjp cycle procession
স্থানীয় তৃণমূল কর্মী।নিজস্ব চিত্র

অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সমগ্র বিষয়টি অস্বীকার করেছে।তাঁদের পাল্টা বক্তব্য,এটা ওদের নিজেদের মধ্যেই গণ্ডগোল,পুরনো বিজেপি কর্মী ও নতুন বিজেপি কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বাধে,এর কারণেই নিজেদের দোষ তৃণমূলের উপর চাপাচ্ছে।

আরও পড়ুনঃ আক্রান্ত বিজেপি কর্মী,গোষ্ঠী কোন্দল বলে দায় এড়াল তৃণমূল

যদিও সমগ্র ঘটনায় এলাকায় আতঙ্কের ছায়া পড়েছে।মোতায়ন করা হয়েছে পিংলা থানার বিশাল পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here