নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গত সোমবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পর হেঁড়িয়ায় পাল্টা সভার আয়োজন করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্র অনুযায়ী জানা গিয়েছে শুভেন্দু অধিকারী এবং বাবুল সুপ্রিয় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ওই সভায়। সেই সভার আগেই কার্যত উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি।
খেজুরির বারাতলাতে বিজেপি কর্মীদের ওপর হামলা, খেজুরির জনসভাতে যাবার পথে বিজেপির বাইক র্যালিতে হামলা এবং বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মী।
ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গোটা খেজুরি এলাকায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী, এলাকার রয়েছে উত্তেজনা।
আরও পড়ুনঃ ক্যানিংয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলে জখম একাধিক পুলিশ কর্মী
এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন,”এটা তৃণমূলের কালচার, এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। তবে আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584