বীরভূমে দিলীপ ঘোষের সভায় আসার পথে বাধা বিজেপি কর্মীদের, গুলিবিদ্ধ ১

0
70

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর ও সাঁইথিয়া। ভাঙচুর হল বেশকিছু বাড়ি। গুলিবিদ্ধ হলেন এক বিজেপি সমর্থক।

car accident | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার সিউড়ি জেলা স্কুল মাঠে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভা ছিল। জেলার বিভিন্ন জায়গা থেকে ওই সভায় আসছিলেন বিজেপি কর্মীরা। তখনই তাদের সভায় যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মী-সমর্থদের গাড়ি ঘিরে বোমাবাজি করে তৃণমূল। গুলিও চালানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ ফের তাপমাত্রার পারদ চড়ছে কলকাতায়

bjp meeting | newsfront.co
নিজস্ব চিত্র

বিজেপির অভিযোগ, এই সংঘর্ষে গুলি লেগেছে অভীক মণ্ডল নামে এক বিজেপি কর্মীর বুকে। তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলমালের খবর পেয়েই শিমুলিয়া চলে আসে নানুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। অন্যদিকে, একই রকম ঘটনা ঘটে সাঁথিয়ার ভ্রমরকল গ্রামে। বিজেপির অভিযোগ, সেখান থেকেও দলের সমর্থকরা দিলীপ ঘোষের সভায় আসছিলেন।

আরও পড়ুনঃ ট্রেনের ধাক্কায় মৃত্যু বেলডাঙ্গায়

bjp supporters | newsfront.co
দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি। নিজস্ব চিত্র

ভ্রমরকলে তাদের বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে রাস্তায় তির ধনুক নিয়ে বসে পড়েছেন বিজেপি সমর্থকরা। এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে।

দলের কর্মীদের ওপরে হামলা নিয়ে বীরভূমে বিজেপির জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল বলেন, “সিউড়িতে আজ দিলীপ ঘোষের সভা ছিল। জেলার বিভিন্ন জায়গা থেকে দলের কর্মীরা সেই সভায় আসছিলেন। জায়গায় জায়গায় তাদের ওপরে হামলা চালায় তৃণমূল। যে ভাবেই বাধা দেওয়া হোক, সভা আমরা করবই। দেখি কত গুলি ,বোমা ছুঁড়তে পারে ওরা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here