সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে বিজেপি করার অপরাধে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত এক মহিলা বলে অভিযোগ।যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
ঘটনাটি ঘটেছে,ক্যানিং থানার সাতমুখী উত্তর পাঙ্গাশখালী গ্রামে।আহত মহিলা সুফিয়া লস্কর (৩৫) স্বামী ইদ্রিস লস্কর।
ঘটনা সূত্রে,সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে বিজেপি সংগঠন করাটা মানতে পারেনি সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন তৃণমূল কর্মী।যার জেরে ওই মহিলার বাড়ি চড়াও হয় তৃণমূলের জনা চল্লিশের একটি দল।লোহার রড় ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে,শুধু তাই নয় মহিলার গোপনাঙ্গেও আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় ঘটনা স্থলে ফেলে পালিয়ে যায় তৃনমূলের দুষ্কৃতীরা।এরপর বিজেপি কর্মীদের সহযোগীতায় আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে আশে ক্যানিং মহকুমা হাসপাতালে। বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন ওই মহিলা। চিকিৎসা চলার কিছুক্ষণ পরে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে।
এই ঘটনার সাথে রাজনীতির কোন যোগসূত্র নেই বলে দাবী স্থানীয় তৃণমূল নেতা মহরম সেখের।তার দাবী মহিলা দেহ ব্যবসার সাথে জড়িত থাকার কারণে জনরোষের ফল।বিজেপি তা নিয়ে রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন।
আরও পড়ুনঃ সুইমিংপুলে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত ভার নিল সিবিআই
এই ঘটনায় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ বিষয়টি তদন্ত করছে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584