হরষিত সিং, মালদহঃ
বাড়ির সামনে জুয়ার ঠেক বসানোর প্রতিবাদ করায় এক কলেজ পড়ুয়াকে মারধর করার অভিযোগ উঠল দশ জুয়ারির বিরুদ্ধে। আক্রান্ত কলেজ পড়ুয়া বর্তমানে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাতে মালদা থানার সাহাপুর পঞ্চায়েতের এক নং বিমলদাস কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। মালদহ থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কলেজ পড়ুয়ার নাম, দীপঙ্কর দাস(২০), গৌড় মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র। জানা গিয়েছে, বিশ্বজিৎ চৌধুরী ও গুন্ডা চৌধুরীরা প্রতিদিন রাতে বিমলদাস কলোনি এলাকায় দীপঙ্কর দাসের বাড়ির সামনে জুয়ার আসর বসাতো বলে অভিযোগ। সোমবার রাতে এই ঘটনার প্রতিবাদ করতে যায় কলেজ পড়ুয়া।অভিযোগ জুয়ার ঠেক বসানোর প্রতিবাদ করায় এদিন রাতে তার বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে অভিযুক্তরা। সেই সময় বাড়ির বাইরে বের হলে অভিযুক্তদের ছোড়া ইটপাটকেলের ঘায়ে আহত হয় কলেজ পড়ুয়া। পুলিশকে জানালে তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা বলে অভিযোগ। এরপর আহত অবস্থায় কলেজ পড়ুয়াকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। অভিযুক্ত বিশ্বজিৎ চৌধুরী, গুন্ডা চৌধুরী সহ দশ জনের বিরুদ্ধে মালদহ থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে টানাপোড়েন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584