রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
গত ২১ জুলাই তারিখ বহরমপুরের হরিদাসমাটি অঞ্চলে দরিদ্র পরিবারের কলেজ পড়ুয়া সুনীতা মাল্লা(২০) এবং তার মা হীরাবতী মাল্লা(৫২)কে তাদেরই প্রতিবেশী রামু চৌধুরী, শিবু চৌধুরী, সুখারি চৌধুরী প্রচন্ড মারধর করে বলে অভিযোগ।
অভিযোগ এই যে,আক্রান্ত সুনীতাদের বাড়ির প্রাচীর ঘেঁসা স্থানে প্রতিদিন অবৈধ চুল্লু মদের আসর বসে এরই প্রতিবাদ করায় আক্রান্ত হয় মা মেয়ে।
অভিযোগ সুনীতা মাল্লার পোষাক ছিঁড়ে তার শ্লীলতাহানি করে অভিযুক্তরা।অত্যন্ত জখম অবস্থায় সুনীতা ও তার মা হীরাবতী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং পরের দিন হাসপাতাল থেকে ছাড়া পায়।
অভিযুক্তরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকে বলে সেই প্রভাব খাটিয়ে দিনের পর দিন অন্যায় করে চলেছে।সুনীতারা প্রতিবাদ করায় মিলেছে লাঞ্ছনা।
গত ২২ জুলাই ২০১৯ তারিখ সুনীতার মা হীরাবতী মাল্লা বহরমপুর থানায় লিখিত অভিযোগ করে।লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ
৪৪৮/৩২৫/৩৫৪বি/৪২৭/৩৪ ধারায় এফআইআর দায়ের করে যার নম্বর ৮৮৭/১৯ তারিখ ২২/০৭/২০১৯।
অভিযোগ জমা পড়লেও এখনও পর্যন্ত ধৃতরা কেউ গ্রেফতার হয়নি।উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ।এমনকি অভিযুক্তরা আক্রান্তদের দেখে নেওয়ার হুমকিও দিচ্ছে।
এই পরিপ্রেক্ষিতে ৭ আগস্ট বহরমপুর সদর মহুকুমা শাসকের কাছে আবেদন করে লিখিত আবেদন করে আক্রান্তরা । তাঁর কপি “দিদিকে বলো” র হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ম্যাসেঞ্জারে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শীতলখুচিতে আহত পাঁচ পুলিশ, গ্রেপ্তার ২
এই ঘটনার প্রেক্ষাপটে চাপা উত্তেজনা এলাকায়।অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584