রাতের অন্ধকারে কংগ্রেস নেতার উপর হামলা বহরমপুরে

0
77

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

বহরমপুরে রাতের অন্ধকারে কংগ্রেস নেতার উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই কংগ্রেস নেতাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত ওই নেতার নাম হিরু হালদার। গতকাল বৃহস্পতিবার রাত্রে মুর্শিদাবাদ জেলার এসটি, এসসি সেলের সভাপতি হিরু হালদার পাশের পাড়ার ভৈরব পুজোর প্রসাদ খেতে গেলে তার উপর অতর্কিতে আক্রমণ চালায় তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা, এমনই অভিযোগ উঠেছে।

Injured congress leader
আহত কংগ্রেস নেতা। নিজস্ব চিত্র

এই ঘটনায় কংগ্রেস নেতা সহ আরও দুই জন আহত বলে জানা গিয়েছে। ওই কংগ্রেস নেতাকে রাতেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী হাসপাতালে ছুটে আসেন।

Adhir Choudhury
হাসপাতালে উপস্থিত অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ নিয়োগে দুর্নীতির মামলায় কমিশনের সঙ্গে নাম জড়ালো মধ্যশিক্ষা পর্ষদের, কড়া প্রতিক্রিয়া আদালতের

অধীর চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার বহরমপুরে কংগ্রেসের একটা জমায়েত ছিল তা দেখে তৃণমূলের গাত্র দাহ হয়। আর সেই কারনেই এই আক্রমণ। অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেছেন, ‘আপনি দয়া করে এর বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here