মোহনা বিশ্বাস, কলকাতাঃ
রবিবার ব্যারাকপুরে তৃণমূলের দলীয় বৈঠকে হামলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতির বিরদ্ধে। ওই বৈঠকে বক্তব্য রাখছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। তাঁর উপরেই নাকি হামলা চালানোর চেষ্টা করেছিল দুষ্কৃতিরা। শোনা গিয়েছে, ঘটনায় আহত হয়েছেন ছ’জন তৃণমূলকর্মী। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। অল্পের জন্য নাকি রক্ষা পেয়েছেন রাজ চক্রবর্তী। হামলা শুরু হতেই তাঁকে ঘিরে ফেলেছিলেন নিরাপত্তারক্ষীরা।
জানা গিয়েছে, রবিবার ব্যারাকপুর স্টেশন লাগোয়া হনুমান মন্দির সংলগ্ন একটি জায়গায় দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন রাজ চক্রবর্তী। হনুমান মন্দিরের একটি সমস্যা নিয়েই এই বৈঠক চলছিল। তৃণমূলের ব্যারাকপুর জেলার যুব সহ-সভাপতি জয়দীপ দাস বলেন, ‘‘ব্যারাকপুরের স্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয় একটি হনুমান মন্দির নিয়েই সমস্যা দেখা দিয়েছিল। রবিবার সেই সমস্যা মেটাতেই ওই এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করছিলেন বিধায়ক। সেই সময়ে বাইরে কয়েকজন দুষ্কৃতি এসে হাজির হয়।’’
আরও পড়ুনঃ তৃণমূলে ফিরলেন সোমেন জায়া শিখা মিত্র
এদিন রাজ চক্রবর্তীর এই বৈঠকে উপস্থিত ছিলেন পুরপ্রশাসক উত্তম দাস-সহ এলাকার শীর্ষস্তরের তৃণমূল নেতৃত্ব। বৈঠকে দুষ্কৃতীরা যে আচমকা হামলা চালাবে তার আঁচ পাননি কেউই। দুষ্কৃতীদের হামলায় এদিন আহত হন ছ’জন তৃণমূল কর্মী। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584