সাংবাদিকের বাড়িতে আক্রমণ,অভিযোগের তির বিজেপির দিকে

0
105

মনিরুল হক, কোচবিহারঃ

বিজেপির পতাকা হাতে নিয়ে শ্লোগান দিয়ে একদল দুষ্কৃতি এক সাংবাদিকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালাল।

Attack on journalist house
আক্রান্ত তুষার কান্তি দেব।নিজস্ব চিত্র

আজ কোচবিহার ১নং ব্লকের জিরানপুর এলাকায় ওই ঘটনা ঘটেছে।ওই সাংবাদিকের নাম তুষার কান্তি দেব। তিনি একটি দৈনিক সংবাদপত্রের দেওয়ানহাট এলাকার প্রতিনিধি।

জানা গিয়েছে,জিরানপুরের ওই বাড়িতে সাংবাদিক তাঁর মায়ের সাথে ছিলেন,ওই সময় তাঁর বাড়িতে বিজেপির পতাকা হাতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

তিনি রাজনীতির সাথে যুক্ত নন বলে জানিয়ে ভাঙচুর না করার আবেদন জানাতে গেলে তাঁকে মারার জন্য ধাওয়া করা হয়। তখন প্রানে বাঁচাতে দৌড়ে পালিয়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন তিনি।

ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। এদিন কোচবিহারে বিজেপি কার্যালয়ে অন্য একটি বিষয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। ওই ঘটনার তাৎক্ষনিক ভাবে প্রতিবাদ সাংবাদিকরা বিজেপির পক্ষ থেকে দেওয়া জল খাবার প্রত্যাখ্যান করে বেড়িয়ে আসেন।

আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ

এদিকে ওই ঘটনার পর বিজেপির সদ্য বিজয়ী কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিশীথ প্রামাণিক সাংবাদিকদের সাথে থাকা একটি হোয়াটস অ্যাপ গ্রুপে লিখে জানান, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপির পতাকা হাতে নিয়ে ও শ্লোগান দিয়ে সাংবাদিক তুষার দেবের বাড়িতে হামলা চালায়। প্রশাসন এধরনের ঘটনার বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিক। বিজেপি এধরনের ঘটনাকে কোন ভাবেই সমর্থন করে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here