বিধায়কের সালিশি সভায় আক্রান্ত দলীয় কর্মী

0
31

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Attack party worker at mla Arbitration meeting
চিকিৎসাধীন হানিফ আলম।নিজস্ব চিত্র

চোপড়ায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে সালিশি সভায় ছুরিকাহত দলীয় কর্মী। ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগ সিপিএম কর্মীই তৃণমূল কর্মীকে চাকু মেরেছে। পাল্টা সিপিএমের অভিযোগ, তৃণমূল শিশুসুলভ হাস্যকর মন্তব্য করছে। তৃণমূল বিধায়কের বাড়িতে তৃণমূল কর্মীর বিরুদ্ধে সিপিএম সালিশি সভায় বসতেই পারে না।তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে নিজেরাই নিজেদের লোককে চাকু মেরে সিপিএমের বিরুদ্ধে অভিযোগ আনছে।

Attack party worker at mla Arbitration meeting
চাঁদ মহম্মদ,আক্রন্তর পিতা।নিজস্ব চিত্র

জানা গিয়েছে,চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে একটি জমি নিয়ে সিপিএম এবং তৃণমূলের কর্মীদের মধ্যে একটি সালিশি সভায় বসে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান।বৈঠক শুরু হতেই দুই পক্ষের মধ্যে বিশাল উত্তেজনার সৃষ্টি হয়। সিপিএমের খুরশেদ আলী বিধায়ক হামিদুল রহমানের সামনে তৃণমূলের হানিফ আলম ওরফে রাজুকে চাকু মেরে দেয় বলে অভিযোগ তৃণমূলের।

আরও পড়ুনঃযাত্রী বোঝায় বাস উল্টে আহত ৪০

Attack party worker at mla Arbitration meeting
খুরশেদ আলি,সিপিএম নেতা।নিজস্ব চিত্র

এই ঘটনায় জখম তৃণমূল কর্মী রাজুকে প্রথমে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরে শারীরিক অবস্থার অবনতির কারণে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনায় চোপড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here