পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূমে ফের আক্রান্ত হলো পুলিশ।অভিযুক্তকে গ্রেফতার করতে গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গেই পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি।এবার ঘটনাস্থল কাঁকড়তলার সাহাপুর গ্রাম।আহত হয়েছেন ২ জন পুলিশ কর্মী।সোমবার রাতে কাঁকড়তলা থানার পুলিশ সাহাপুর গ্রামে শেখ বুলু নামে এক অভিযুক্তকে ধরতে তল্লাশি চালায়। গ্রামেই এক বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিস।তাকে পুলিস ভ্যানে তোলার সময়ই আচমকাই শুরু হয় ইটবৃষ্টি।পুলিশকর্মী ও গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা।ইটের আঘাতে মাথা ফেটে যায় এক পুলিশ কর্মীর।তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন আরও এক জন।দু’জন পুলিশ কর্মী রক্তাক্ত হয়ে পড়েন।সেই সুযোগে হাত ফস্কে পালিয়ে যায় শেখ বুলু।সঙ্গে তার খোঁজ শুরু হয় কিন্তু এখন পর্যন্ত তাকে খুঁজে পায়নি পুলিশ।
বীরভূমের খয়রাসোলে তৃণমূলের ব্লক সভাপতি দীপক ঘোষের খুনের ঘটনায় উঠে আসে শেখ বুলুর নাম।তারপর থেকেই বুলুকে হন্যে হয়ে খুঁজছে পুলিস।গত অক্টোবর মাসে কাজ সেরে বাড়ি ফেরার পথে দীপক ঘোষকে গুলি করা হয়।তাঁর শরীরে ২টি গুলি লাগে। অস্ত্রোপচারের পর তাঁর শরীর থেকে গুলি দুটি বার করা হয় কিন্তু তারপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে দীপক ঘোষের।গত ২২ অক্টোবর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584