ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করে আক্রান্ত পড়ুয়া, শিক্ষক

0
48

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

affected students | newsfront.co
নিজস্ব চিত্র

হঠাৎই স্কুল চলাকালীন বহিরাগত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার মহারাজা হাট হাইস্কুলের কিছু ছাত্র। এমনই অভিযোগ করে আজ লিখিত অভিযোগ করা হয় রায়গঞ্জ থানায়।

affected students | newsfront.co
আক্রান্ত পড়ুয়া।নিজস্ব চিত্র

জানা যায়, স্কুল চত্বরে ও ঠিক বাইরের রাস্তায় দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বহিরাগতদের মারধরে কয়েকজন ছাত্রের বুকে, মুখে, পিঠে গুরুতর চোট লেগেছে। অভিযোগ, কয়েকজন ছাত্রের মদতে বহিরাগতরা স্কুলের ভিতরে ঢুকে বেশকিছু ছাত্রকে মারধর করে। গণ্ডগোল থামাতে গিয়ে স্কুলের শিক্ষকরা নিগৃহীত হন।

এই ঘটনায় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এনিয়ে স্কুলের তরফে রায়গঞ্জ থানায় আজ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে তাদের শাস্তির দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।

স্কুল চলাকালীন কীভাবে বহিরাগতরা ভিতরে ঢুকল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জখম এক ছাত্র আকাশ দাস বলে, আমাদের স্কুলের এক ছাত্রীকে বাড়ি ফেরার সময়ে একদল বহিরাগত উত্ত্যক্ত করছিল। সেসময় আমরা বাধা দিলে গণ্ডগোলের সূত্রপাত হয়। সেদিন তারা আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এদিন টিফিনের আগে হঠাৎ কিছু বহিরাগত স্কুলে ঢুকে আমাদের উপর হামলা করে। আর এক ছাত্র বিকাশ বর্মন বলে, ওরা আমাদের উপর এলোপাথাড়ি মারধর চালিয়েছে। কোনও কারণ ছাড়াই এই ঘটনা ঘটেছে।

biplab sarkar | newsfront.co
বিপ্লব সরকার,প্রধান শিক্ষক।নিজস্ব চিত্র

আমাদের শিক্ষকরা বাধা দিতে গেলে তাঁদেরকেও শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার বলেন, হঠাৎ কিছু বহিরাগত দুষ্কৃতী স্কুলে ঢুকে আমাদের ছাত্রদের উপর হামলা চালায়। আমাদের নজরে আসতেই আমরা দ্রুত মধ্যস্থতা করতে যাই। এরপর আমাদেরকেও শারীরিক হেনস্তার শিকার হতে হয়েছে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে আমি পুলিশকে ফোনে ঘটনাটি জানাই। সমস্ত বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

রায়গঞ্জ থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্কুল ছুটির পর কিছু বহিরাগত ওই স্কুলের এক ছাত্রীর হাত ধরে টানাটানি করে বলে অভিযোগ। এরই প্রতিবাদ করে স্কুলেরই কিছু ছাত্র। প্রতিবাদ করায় সেই মুহূর্তে তাদের মধ্যে গণ্ডগোল বেঁধে যায়। এদিন স্কুল চলাকালীন টিফিনের আগে কিছু বহিরাগত স্কুলেরই একদল ছাত্রের মদতে স্কুলে ঢুকে প্রতিবাদী ছাত্রদের মারধর করে বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বীরভূমে বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কর্মীর বাড়িতে বোমাবাজি

affected students | newsfront.co
নিজস্ব চিত্র

পরে স্কুলেরই অন্যান্য ছাত্র মারামারির মধ্যে জড়িয়ে পড়ে। ফলে দু’পক্ষের মধ্যে তুমুল মারামারি হয়। গণ্ডগোল থামাতে গেলে স্কুলের শিক্ষকরাও নিগৃহীত হন। সাময়িকভাবে মিটে গেলেও পরে ফের গণ্ডগোল শুরু হয়। অভিযোগ বহিরাগতরা স্কুলের প্রাচীর টপকে ভিতরে ঢুকে ছাত্রদের মারধর করে। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছে রায়গঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ছাত্র থেকে শিক্ষক সকলেই আতঙ্কিত হয়ে পড়েছেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা নিরাপত্তার অভাব বোধ করছেন।

এলাকাবাসীর দাবি, এদিন স্কুলের বাইরেও স্কুলছাত্র ও বহিরাগতদের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here