খালিদ মুজতবা, ইসলামপুরঃ
সংশোধিত নাগরিক বিলের প্রতিবাদে হিংশ্রতা ছড়াল মুর্শিদাবাদের ইসলামপুরে। শনিবার দুপুর একটা নাগাদ উন্মত্ত জনতা ইসলামপুর বাজার ছেড়ে তিনশ মিটার ভিতরের রাস্তায় ঢুকে রানিনগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপির বাড়িতে চড়াও হয়ে ইটবৃষ্টি করে। জ্বালিয়ে দেওয়া হয় বাড়ির সামনে রাখা তার ব্যবহৃত দুটো দামী গাড়ি ও মোটরবাইক। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ডোমকল, রানিনগর ও ইসলামপুর থানার পুলিশ ও ডোমকলের এসডিপিও সন্দীপ সেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তার আগে গোয়াস বাজার, ইসলাপুর হাসপাতাল মোড় , কলেজমোড় , বাসষ্ট্যান্ড ও ব্রীজ মোড়ে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয় অবরোধ সৃষ্টি করা হয়। ঘন্টা দুয়েক ধরে চলা ওই তান্ডবে যানচলাচল ব্যাহত হয়। ক্যাব বিরোধী স্লোগানে মুহুর্মুহু গর্জে ওঠেন মিছিলকারীরা। স্লোগান ওঠে “মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান।” বাড়ির উপর আক্রমনের ব্যাপারে পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপি জানান “এটা ক্যাব বিরোধী মানুষের প্রত্যাঘাত নয়। ওই জমায়েতের সুযোগ নিয়ে কেউ বা কারা এটা করিয়েছে। তা খুঁজে বের করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।”
আরও পড়ুনঃবিধাননগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই লরি, আহত চালক
ক্যাব বিরোধ আন্দোলনের ওই টুকু বিশৃঙখলা ছাড়া ডোমকলের বাসষ্ট্যান্ড এসডিও মোড়ে টায়ার জ্বালালেও আন্দোলন ছিল নিয়ন্ত্রিত। ইসলামপুরের ছ’টি গ্রামপঞ্চায়েত এলাকা থেকেই সাধারণ মানুষ এদিন বিক্ষোভ মিছিলে ঝাপিয়ে পড়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584