পিয়ালী দাস,বীরভূমঃ
মঙ্গলবারে নানুরের ভূমি রাজস্ব দফতরে হামলা চালাল দুষ্কৃতীরা। মারধর করা হয় বিএলআরও শাবন্তকুমার দত্তকে। বালি লুটের বিরুদ্ধে অভিযান চালানোর জেরেই এই হামলা বলে অভিযোগ।চালান দেখাতে না পারায় গতকাল বালি বোঝাই একটি ডাম্পার আটক করে ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।তারই প্রতিবাদে আজ নানুরের ভূমি রাজস্ব দফতরে চড়াও হয় দুষ্কৃতীরা।
পুলিশসূত্রে খবর, বেআইনি বালি কারবারিদের বিরুদ্ধে গোটা জেলাজুড়েই প্রশাসনিক অভিযান চলছে।এই অভিযান চলাকালীনই সোমবার নানুর এলাকায় একটি বালি বোঝাই ডাম্পার আটক করা হয়।বালি বোঝাই ওই ডাম্পারের চালক নির্দিষ্ট চালান দেখাতে না পারায় ডাম্পারটি আটক করা হয় বলে জানা গেছে। পরে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়। আজ নানুরের বিএলআরও অফিসে জমায়েত করেন ডাম্পারের মালিক এবং বালি ব্যবসায়ীরা। আধিকারিকদের সঙ্গে ওই বালি ব্যবসায়ী এবং গাড়ি মালিকের বাদানুবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।তখনই ওই বালি ব্যবসায়ীদের একজন বিএলআরওকে মারধর করে।স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে।খবর পেয়ে দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা নানুরের বিএলআরও অফিসে পৌঁছোন। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
বিএলআরও বলেন, “ওদের সঙ্গে কথা বলার সময় একজন আমার মুখে ঘুষি মারে।তবে কে বা কারা আঘাত করেছে সে বিষয়ে আমি নিশ্চিত নই।পুলিশকে পুরো বিষয়টাই জানিয়েছি।”
পুলিশ জানায়,ঘটনার তদন্ত চলছে বলে
আরও পড়ুনঃ বিপর্যয়ের মুখে স্বর্ণ ব্যবসায়ীরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584