ফের আক্রান্ত তিন সাংবাদিক, অভিযোগের তীর শাসকদলের বিরুদ্ধে

0
51

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

ফের আঘাত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে। এবার ভাঙ্গন কবলিত এলাকার খবর প্রকাশ করতে গিয়ে স্বয়ং শাসক দলের বিধায়কের নির্দেশে সাংবাদিকদের মারধরের অভিযোগ মুর্শিদাবাদের ধুলিয়ানে।

Attack on journalist
আক্রান্ত তিন সাংবাদিক। নিজস্ব চিত্র

গঙ্গা ভাঙন কবলিত এলাকার খবর করতে যাওয়া নিউজ পোর্টালের তিনজন সাংবাদিকের উপর আক্রমনের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সকাল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার লালপুর ১৭ নম্বর ওয়ার্ডে। ঘটনায় গুরুতর জখম হয়ে অনুপনগর হাসপাতালে চিকিৎসাধীন তিন সাংবাদিক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুনঃ কয়লা পাচার কাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতারি, ধৃত লালার ৪ সঙ্গী

জানা গিয়েছে, এদিন সকালে ভাঙনের খবর পেয়ে গঙ্গার ধারে ছুটে যায় ওই তিন সাংবাদিক। অভিযোগ সেই সময় কংগ্রেস প্রার্থী ও তৃণমূল প্রার্থী উভয়েই ঘটনাস্থল পরিদর্শনে যায়। হঠাৎই সেসময় তৃণমূলের প্রার্থীর পোশাক পরে কয়েকজন কর্মী সমর্থক সাংবাদিকদের উপর চড়াও হয়। তাদের বেধড়ক মারধর করা হয়। এরপর কোনোরকমে সেখান থেকে উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা সাংবাদিক মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here