ছাত্রহত্যাকারীদের চিনে নিতে ফ্লেক্স তৃণমূল ছাত্রপরিষদের

0
81

নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ

কোচবিহার কলেজের ছাত্রনেতা মাজিদ আনসারি হত্যা কাণ্ডে অভিযুক্তদের ছবি সংবলিত ফ্লেক্স বানিয়ে শহরের বিভিন্ন জায়গায় লাগাল তৃনমূল ছাত্র পরিষদের সমর্থকরা। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কোচবিহার কলেজ চত্বরে ও গেটে এই ধরণের ফ্লেক্স লাগিয়ে প্রতিবাদ জানানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের লাগানো একটি ফ্লেক্সে মাজিদ হত্যাকাণ্ডে মদত দেওয়ার অভিযোগে ধৃত মুন্না খানের সঙ্গে বাকি অভিযুক্তদের ছবি সেখানে চিহ্নিত করা হয়েছে। এদিন মাজিদ হত্যাকাণ্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে কোচবিহার কলেজের পাশাপাশি দিনহাটা কলেজ, দেওয়ানহাট কলেজেও নীরবতা পালন, প্রতিবাদ মিছিল ও শোক সভা করা হয়। এদিন কোচবিহার কলেজে ছাত্রছাত্রীরা সেমিস্টার পরীক্ষা বয়কট করে ছাত্র হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। কলেজের ছাত্রছাত্রীদের দাবি, বাকি অভিযুক্তরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কোনও পরীক্ষা তাঁরা দেবেন না। একই সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জানান, মাজিদ আনসারিকে যারা গুলি করেছিল তাদের ছবি সংবলিত ফ্লেক্স শহরের বিভিন্ন জায়গায় লাগাবে তারা।

নিজস্ব চিত্র

গত ১৩ জুলাই কোচবিহার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মাজিদ আনসারি গুলিবিদ্ধ হন। শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন মাজিদ। বুধবার রাত সাড়ে ১০ টা নাগাদ সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃতদেহ নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের দফতের সামনে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। বৃহস্পতিবার রাস্তা অবরোধ, বনধ পালন হয় কোচবিহারে। এরপর বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় মদত দেওয়ার অভিযোগে গ্রেফতার হয় মুন্না খান৷ এদিন দোষীদের গ্রেপ্তারের দাবিতে পরীক্ষা বয়কট করেন ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি ছাত্রনেতা মজিদ আনসারি খুনে অভিযুক্তদের ছবি সংবলিত ফ্লেক্স বানিয়ে কলেজে প্রতিবাদে মুখর হয় তৃনমূল ছাত্র পরিষদের সমর্থকরা। শহরের বিভিন্ন জায়গায় এই ধরণের ফ্লেক্স লাগায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here