কালনায় স্টেশন থেকে হকার উচ্ছেদ ও পুলিশী নির্যাতনের বিরুদ্ধে সভা

0
69

শ্যামল রায়,বর্ধমানঃ

অথচ সকাল থেকে রাত পর্যন্ত নিত্যযাত্রীদের পরিষেবা দিতে এই সমস্ত হকার ব্যবসায়ীদের তুলনা নেই। নিত্যযাত্রীদের সমস্ত রকম সুবিধা-অসুবিধার পাশে থাকার বন্ধুরাই দাঁড়ান বলে জানিয়েছেন উপস্থিত নেতারা।

উচ্ছেদের প্রতিবাদে হকারদের সভা।নিজস্ব চিত্র

হকার উচ্ছেদ ও পুলিশী
অত্যাচার শুরু হয়েছে কালনা রেল স্টেশনে। বেশ কয়েকজন হকারদের জরিমানাও করেছে কালনা রেল স্টেশনের আর পি এফ। জরিমানার ভয়ে বহু হকার রেলের কামরায় ব্যবসা করতে ভয় পাচ্ছেন লুকিয়ে-চুরিয়ে এভাবে আর কতদিন তারা ব্যবসা করবেন এই অভিযোগ তুলে এদিন এক সমাবেশ করেন হকার প্রতিনিধিরা।এই রেলপথে কাটোয়া পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক হকার ব্যবসা করে তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিয়ে আসছেন।তাদের জীবিকাচ্যুত করার প্রতিবাদে হকার নেতাদের দাবি পুলিশি অত্যাচার বন্ধ করতে হবে পাশাপাশি কোনোভাবেই হকারদের ব্যবসা বন্ধ করা চলবে না।পাশাপাশি প্লাটফর্মে যারা ব্যবসা করছেন তাদেরকেও ব্যবসা করার সুবিধে করে দিতে হবে।
যদিও এই প্রসঙ্গে নবদ্বীপ ধাম রেলস্টেশনের আর পি এফ এর আধিকারিক জানিয়েছেন যে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আমরা কাজ করে যাচ্ছি। অভিযোগ-পাল্টা অভিযোগের সরগরম নবদ্বীপ ধাম রেল স্টেশনের আর পি এফ ও হকারদের মধ্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here