সম্পত্তির জন্য বৃদ্ধ বাবা-মাকে মারধর সন্তানের

0
81

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ

সম্পত্তি নিজের নামে করে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায়। ঘটনায় আক্রান্ত বৃদ্ধ দম্পতি ভর্তি রয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এদিনই থানায় অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

parents injured | newsfront.co
আক্রান্ত। নিজস্ব চিত্র

পুলিশ জানিয়েছে, আক্রান্ত দম্পত্তি দীনেশ রজক ও পারুল রজক মানিকচকের ধরমপুর গ্রামপঞ্চায়েতের বাঙালচক গ্রামের বাসিন্দা। তাঁরা ইংরেজবাজারের বাগবাড়িতে এক ইট ভাটাতে মজুরের কাজ করেন। ওই ইট ভাটাতেই কাজ করেন অভিযুক্ত বড় ছেলে রাম। ফলে ভাটাতেই বাবা-মায়ের উপরে ওই যুবক হামলা চালায় বলে অভিযোগ।

দীনেশের তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছে। পাঁচ জনেরই বিয়ে হয়ে গিয়েছে। তাঁদের দুই ছেলে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। বাড়িতে বড় ছেলে রামের সঙ্গে বসবাস করেন তাঁরা। তাঁদের পৈতৃক চার কাঠা জমি রয়েছে।

আরও পড়ুনঃ মাথাভাঙ্গা কলেজ চত্বরের আবর্জনা পরিস্কারে মহকুমাশাসক

সেই জমি দীনেশেরই নামে রয়েছে। ফলে জমিটি নিজের নামে করে দেওয়ার জন্য বাবার উপরে মাস খানেক ধরে চাপ দিচ্ছিল রাম বলে অভিযোগ। তারপরেও জমি রামের নামে করে দেন নি ওই দম্পত্তি। এদিন সকালে ভাটাতে কাজ করার সময় ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে রাম।

বাবাকে বাঁচাতে গেলে মাকেও মারধর করা হয়। সেই সময় ভাটার অন্যান্য কর্মীরা ছুটে গেলে রাম পালিয়ে যায়। তারপরে ভাটার কর্মীরাই ওই দম্পতিকে ভর্তি করে হাসপাতালে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here