কন্যা নিখোঁজ,অজ্ঞাত পরিচয় কিশোরীর ডি এন এ পরীক্ষার দাবী পিতার

0
125

মনিরুল হক, কোচবিহারঃ

দিনহাটায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় কিশোরীর দেহের ডিএনএ পরীক্ষার দাবি জানাল কৃষি মেলা অস্থায়ী শিবিরের বসবাসকারী এক পরিবার। শুক্রবার ওই পরিবারের পক্ষ থেকে দিনহাটার মহকুমা শাসক ও পুলিশের কাছে লিখিত ওই দাবি জানানো হয়। দিনহাটা কৃষিমেলা অস্থায়ী শিবিরের থাকা ওই পরিবারের মৃণাল বর্মন বলেন, “গত ১৪ জুন আমার মেয়ে মিথিলা বর্মন নিখোঁজ হয়।

নিখোঁজ কন্যার পিতা।নিজস্ব চিত্র

দিনহাটা থানায় অভিযোগ জানাই। গতকাল রাত ৯ টা নাগাদ দিনহাটা থানায় অজানা দেহ উদ্ধারের খবর পাই। আজকে সকালে থানায় গিয়ে দেহটি সনাক্ত করার চেষ্টা করি। মৃতদেহটি দেখে ও পরনের পোশাক দেখে আমার মেয়ের মত মনে হল। কিন্তু থানার মেজবাবু বলেন, আমার মেয়ে নয়। আমি দেহটি ডিএনএ করার কথা বলি। এরপর আমরা দিনহাটা মহকুমা শাসকের কাছেও লিখিত ভাবে একই দাবি জানাই। তিনি এই বিষয়ে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।”

ডি এন এ পরীক্ষার আবেদন পত্র।নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা ১ নং ব্লকের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি রেল লাইনের পাশে এক কিশোরীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার সেই দেহ সনাক্ত করতে যান কৃষি মেলা অস্থায়ী শিবিরের ওই পরিবারের লোকজন। উদ্ধার হওয়া ওই দেহটি তার মেয়ের বলে দাবি করেন নিখোঁজ কিশোরীর বাবা মৃণাল বর্মন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here