মনিরুল হক, কোচবিহারঃ
এক তৃণমূল কর্মীকে মারধোর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর নাম নুর ইসলাম।
ঘটনাটি ঘটেছে রবিবার কোচবিহার ১ নং ব্লকের হাওয়ারগাড়ি এলাকায়। ঘটনার পর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে কোচবিহার এম জে এন হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ। আক্রান্ত ওই তৃণমূল কর্মীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতালের বেডে শুয়ে আহত নুর ইসলাম জানান, সুদের টাকা তুলতে কয়েকজন ব্যক্তির বাড়িতে যায়। সেই সময় অতর্কিতে তার উপর চরাও হয় কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতী। তারা ওই ব্যক্তিকে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এবিষয়ে ১ নং ব্লক তৃণমূল নেতা খোকন মিঞা বলেন, গোটা ব্লক জুড়েই বিজেপি অশান্তি ছড়াচ্ছে। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে।হাওয়ারগাড়ি এলাকায় আমাদের কর্মীদের উপর বিজেপি কর্মীরাই পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। ঘটনায় আমাদের এক কর্মী গুরুতর আহত অবস্থায় সরকারী হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ উপনির্বাচনে মাওবাদী যোগে তৃণমূলের বিরুদ্ধে গন্ডগোল সৃষ্টির অভিযোগ দিলীপের
ঘটনায় স্থানীয় বিজেপি নেতা রঞ্জিত ঘোষ বলেন, আমরা শান্তি চাই, কিন্তু ওরাই অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আজ সাতসকালে গিয়ে তৃনমূলের কর্মীরাই বিজেপি কর্মীদের কিছু বাড়ি ভাঙচুর করে। এরপর গ্রামবাসীরাই প্রতিরোধ গড়ে তোলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584