নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নারায়ণগড় থানার ধানঘরি গ্রামে ২১ জুলাই শহীদ দিবসের সভায় যাওয়ার কারনে এক তৃণমূল কর্মীদের মারধোরের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় আহত তিনজন বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত তৃণমূলের স্থানীয় নেতা সঞ্জয় সিং জানায় যে,আজ সকালে জমিতে কাজ করতে গেলে স্থানীয় বিজেপি কর্মীরা তাকে ধরে চাষের কাজ করতে বাধা দেয় এবং রড বাঁশ লাঠি দিয়ে মারধোর করে। পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে বলে জানায় সঞ্জয়।
আরও পড়ুনঃ বামনডাঙায় বিজেপি তৃণমূল সংঘর্ষ
অন্যদিকে এই ঘটনায় সঞ্জয়ের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিজেপির জেলা সম্পাদক গৌরীশঙ্কর আধিকারী জানান যে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ,পঞ্চায়েত ভোট পর্ব থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব চলছে,কাটমানি ইস্যুতে অর্ন্তদ্বন্দ্বের কারনেই এই ঘটনা।
এই ঘটনা ঘিরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584