নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
মহিলা রেলযাত্রীকে গন্থব্য পৌঁছে দেওয়ার নাম করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে সর্বস্ব লুট করে পালাল এক দুষ্কৃতী।চিৎকার করায় মহিলা ও তার দুই কন্যা সন্তানের গলায় চাকু মারে ধৃত।শনিবার গভীর রাতে মালদহের গৌড় স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।গুরুতর জখম আবস্থায় ওই মহিলা ও তার দুই সন্তানকে স্থানীয়রা উদ্ধার করে রবিবার ভোরে মালদা মেডিকেলে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে মহিলা ও তার দুই কন্যা সন্তান।পরিবার ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে,জখম মহিলার নাম সেলিনূর বিবি(৩২)।স্বামী সাহাজাহান শেখ।বাড়ি মালদহের কালিয়াচকের চামাগ্রামে।স্বামী শাহাজাহান শেখ পেশায় ভিন রাজ্যের শ্রমিক।তাদের পরিবারে দুই কন্যা সন্তান রয়েছে। গত তিনদিন আগে স্বামী শাহাজাহান শেখ শ্রমিকের কাজে ভিনরাজ্যে যায়।জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় মেয়ের চিকিৎসার জন্য কলকাতা যাওয়ার উদ্দেশ্য বের হয় সেলিনূর বিবি। প্রতিবেশীর সঙ্গে কলকাতা যাওয়ার জন্য দুই মেয়েকে সঙ্গে নিয়ে বের হয়।শনিবার সন্ধ্যায় প্রথমে চামা গ্রাম স্টেশনে একটি লোকাল ট্রেনে করে ফরাক্কা পৌঁছায়।সেখান থেকে কলকাতাগামী ট্রেনে ওঠার কথা।কিন্তু স্টেশনের ভিড়ের মধ্যে প্রতিবেশিদের থেকে আলাদা হয়ে যায় মহিলা।একা দুই মেয়েকে নিয়ে আর কলকাতাগামী ট্রেনে ওঠেন না।বাড়ি ফেরার জন্য ফের চামাগ্রামগামী লোকাল ট্রেনের জন্য ফরাক্কা স্টেশনে অপেক্ষা করছিল।সেই সময় এক যুবক তার সঙ্গে পরিচয় করে।এমনকি বাড়ি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। মহিলা ও তার দুই সন্তানকে সঙ্গে নিয়ে চামাগ্রামগামী ট্রেনে ওঠে ওই যুবক।চামাগ্রাম স্টেশন আসলে সেখানে নামতে দেয়না মহিলাকে।পরে ওই মহিলাকে রাতে গৌড় স্টেশনে নামায়।গাড়িতে তুলে দেওয়ার নাম করে স্টেশনের বাইরে নিয়ে যায়।গভীর রাতে রাস্তার পাশে আমবাগানে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট করার চেষ্টা করে।মহিলা চিৎকার করতে গলায় ও পেটে ছুরি দিয়ে আঘাত করে সোনার গয়না নগদ টাকা ছিনতাই করে।দুই চিৎকার করলে তাদের গলায় ছুরি মারে অভিযুক্ত।রক্তাক্ত অবস্থায় তিন জনকে আমবাগানে ফেলে পালিয়ে যায় ধৃত। দীর্ঘক্ষণ অচৈতন আবস্থায় পড়ে থাকার পর ভোর রাতে বাড়িতে ফোন করে জখম মহিলা।
আরও পড়ুনঃ গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে লুঠ লক্ষাধিক টাকার সামগ্রী
সমস্ত ঘটনা জানায়। পরে স্থানীয় এক ব্যাক্তি তাদের উদ্ধার করে মালদা মেডিকেলে ভর্তি করায়।খবর পেয়ে ছুটে আসে পরিবারের লোকেরা।বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ওই মহিলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584