নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
গ্রাম পঞ্চায়েতের দলীয় সদস্যকে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ দলেরই এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার আলীনগর গ্রাম পঞ্চায়েতের বাজার এলাকায়।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত পঞ্চায়েত সদস্য।ঘটনার জেরে জোর চাঞ্চল্য এলাকা জুড়ে।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পঞ্চায়েত সদস্যরা।
পুলিশ সূত্রে জানাগেছে, আহত ব্যক্তির নাম ফরিদুল ইসলাম ওরফে ফিটু (৩২),জোৎপরম গ্রামের বাসিন্দা।তিনি আলীনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ পদে রয়েছেন তিনি।অভিযুক্ত মাইদুর শেখ তিনিও একই পঞ্চায়েতের তৃণমূলের সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টা নাগাদ বাজার এলাকায় পঞ্চায়েত সদস্যদের মাঝে বিবাদ শুরু হয়।পঞ্চায়েত কাজ নিয়ে তর্ক বিতর্ক চলছিল।
আরও পড়ুনঃ অ্যাসিড আক্রমনের প্রতিবাদে মৌন মিছিল পড়ুয়াদের
সেই সময় হাতাহাতি শুরু হয়।এরপরই পঞ্চায়েত সদস্য ফরিদুল ইসলাম ওরফে ফিটুকে এলোপাথাড়ি ভোজালি দিয়ে কোপ মারে পঞ্চায়েত সদস্য মাইদুর শেখ সহ তার দলবল বলে অভিযোগ।চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য মাইদুর শেখ সহ তার দলবল।তড়িঘড়ি স্থানীয়রা আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে সিলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসে।
আক্রান্ত পঞ্চায়েত সদস্যের গলায়, মাথায়, বুকে, পেটে সহ শরীরের একাধিক জায়গায় আঘাত গুরুতর থাকায় চিকিৎসকেরা স্থানান্তরিত করে দেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।সেখান থেকে তাকে কলকাতা রেফার করা হয়।
পঞ্চায়েত সূত্রে জানাগেছে,১৭ টি আসন বিশিষ্ট আলীনগর গ্রাম পঞ্চায়েত।গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ১৪টি, বিজেপি ২ টি ও কংগ্রেস ১ টি আসন পায়।
তবে সকল সদস্যই তৃণমূলে চলে আসায় বিরোধী শুন্য পঞ্চায়েত গঠন করে তৃণমূল।দশ জন সদস্যের সম্মতিতে প্রধান হয় রুমি বিবি।তারপর থেকে দুটি গোষ্ঠী হয়ে যায় পঞ্চায়েত সদস্যরা। দুই গোষ্ঠীতে পঞ্চায়েতে দ্বন্দ্ব চলছিল।তবে এদিন সেই লড়াই বহিঃপ্রকাশ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584