নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
দলীয় বিধায়কের গাড়িতে হামলার ঘটনার পরেই পাল্টা আক্রমণে নামল তৃণমূল কংগ্রেস।আজ সকালে দলের এক কর্মসূচীতে যোগ দিতে যাওয়ার সময় দিনহাটার সাহেবগঞ্জ থানার নয়ারহাট এলাকায় আক্রমণের মুখে পড়েন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।
অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকরা কালো পতাকা হাতে লাঠি সোটা নিয়ে বিধায়কের গাড়ির উপরে ওই হামলা চালায়। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নয়ারহাট এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জমায়েত হতে শুরু করে।
অভিযোগ, পাল্টা আক্রমণ করে বিজেপির এক বুথ সভাপতি সহ ৭ জনের বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়।তৃণমূল কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত হয়ে রফিকুল মিয়াঁ নামে বিজেপির এক কর্মী গুরুতর ভাবে আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে রয়েছেন।
কিন্তু তৃণমূলের ব্যাপক জমায়েত থাকায় তাঁকে উদ্ধার করে এনে হাসপাতালে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সাহেবগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: উদয়নের গাড়ি ভাঙচুর, উত্তেজনা দিনহাটায়
বিজেপির কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা বলেন,“নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার গোবরাছড়ায় আমাদের বুথ সভাপতি রতন দের বাড়ি ভাঙচুর করা হয়েছে।এছাড়াও আমাদের অনেক কর্মীর দোকান বাড়ি ভাঙচুর হয়েছে।
তৃণমূলের ওই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে।” তৃণমূল বিধায়ক গুহ বলেন, “আমার উপড়ে আক্রমণ হয়েছে। গাড়ি ভাঙচুর করেছে। গাড়ির চালকের হাতে লেগেছে।আমিও আহত হতে পারতাম।তারপর থেকে কার্যত একটা জনরোষ তৈরি হয়েছে।খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ছুটে এসেছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584