নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
বেশ কিছু ঘটনায় সোমবার সকাল থেকে উত্তপ্ত ছিল মাথাভাঙ্গা।এর ফলে এই মহকুমার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে উত্তেজনা।অভিযোগ এদিন মাথাভাঙ্গার সিতাই মোড়ে কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা এই কেন্দ্রের বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মণের গাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা।
এ প্রসঙ্গে বিনয় বাবু জানান,তাকে পরিকল্পিতভাবে আক্রমণের উদ্দেশ্য নিয়ে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন বিনয় বাবু।
আরও পড়ুনঃ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাড়িতে দুষ্কৃতী হামলা
এইদিন শীতলখুচি থেকে মাথাভাঙ্গা শহরে আসার পথে সিতাই মোড়ে তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। অভিযোগ সেই সময় তাঁর গাড়ি হামলা চালানো হয়।যার জেরে ক্ষতিগ্রস্থ হয় গাড়িটি।
যদিও এধরনের কোনও ঘটনার সাথে বিজেপি কর্মীরা জড়িত নয় বলে জানান বিজেপি কোচবিহার জেলা নেতা হেমচন্দ্র বর্মণ। তিনি বলেন এধরনের ঘটনা আসলে জনরোষের বহিঃপ্রকাশ।এর সাথে বিজেপি দলের কোনও সম্পর্ক নেই।
বিধায়কের হামলার ঘটনা ছাড়াও এদিন তৃণমূলের দলীয় কার্যালয়ে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটে দলীয় কর্মীরাই এই বিক্ষোভে সামিল হয় বলে জানা যায়। এইদিনই তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী শীতলখুচিতে একটি দলীয় কর্মসূচীতে অংশ নিতে যাবার সময় পথে জড়াবাড়ির কাছে চরম বিক্ষোভের মুখে পড়েন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584