শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিণ দিনাজপুরঃ
রাতের অন্ধকারে গৃহশিক্ষকের বাড়ি দুষ্কৃতীরা ঘেরাও করে,বাড়ির মহিলাদের উদ্দেশ্য করে কটুক্তি গালিগালাজ করে, গৃহশিক্ষকের বাড়ীর দরজায় লাথি মারার অভিযোগ করেন আক্রান্ত গৃহশিক্ষক মাধব সাহা।বালুরঘাট শহরের বিশ্বাসপাড়ায় সোমবার রাত্রে এই ঘটনা ঘটে বলে জানা যায়।এই ঘটনার প্রতিবাদে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি ওয়েষ্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গৃহ শিক্ষকরা মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শককে ঘেরাও করে এবং ঘটনার প্রতিবাদে স্মারকলিপি জমা দেয়।
প্রসঙ্গত উল্লেখ যে,স্কুল শিক্ষকদের গৃহশিক্ষকতা বন্ধের দাবীতে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করে আসছে ওয়েষ্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক গৃহ শিক্ষকদের একটি সংগঠন এবং এই আন্দোলনের জেরে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতা বন্ধের নির্দেশকে কার্যকর করতে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি পাঠালে জেলা বিদ্যালয় দপ্তরের পক্ষ থেকে শিক্ষকদের কাছ থেকে মুচেলিকা নেওয়া হয় এই মর্মে যে স্কুল শিক্ষকরা গৃহশিক্ষকতা করবে না।
আরও পড়ুনঃ মেদিনীপুর শহরে মধ্যরাত্রে গৃহশিক্ষকের বাড়িতে চুরি
গৃহশিক্ষকদের সংগঠনটির অভিযোগ মুচেলিকা দেওয়ার পরও বালুরঘাট শহরের বেশ কিছু স্কুল শিক্ষক গৃহশিক্ষকতার কাজ চালিয়ে যাচ্ছিলেন,যা বন্ধের জন্য গৃহশিক্ষকদের সংগঠনের সদস্যরা অভিযুক্ত স্কুল শিক্ষকদের বাড়ীতে গেলে কয়েকজন স্কুল শিক্ষকের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ে গৃহশিক্ষক সংগঠনের সদস্যরা। গৃহশিক্ষক মাধব সাহা-র বাড়ীতে দুস্কৃতিদের হামলার পিছনে সেই ঘটনার যোগ রয়েছে বলে অভিমত ওয়েষ্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের।
এদিন ওয়েষ্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক কৃষনেন্দু দাস অভিযোগ করে বলেন,টিউশন পড়ানোর লোভে কিছু অর্থ পিপাসু শিক্ষক ছাত্রদের অভিভাবক এবং তার সঙ্গে কিছু দুষ্কৃতী দিয়ে আমাদের সংগঠনের একজন অভিজ্ঞ শিক্ষকের বাড়ীতে গিয়ে হামলা চালায়,বাড়ীর মহিলাদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং শিক্ষকের বাড়ীর দরজায় লাথি মারে।
তিনি অভিযোগ করে আরও বলেন, স্কুল শিক্ষকরা যে গৃহশিক্ষকতা করছে কিনা তা জেলা বিদ্যালয় পরিদর্শকের দেখা উচিৎ।এই বিষয়ে এদিন গৃহশিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে এদিন বিভিন্ন তথ্য সহ একটি স্মারকলিপি তুলে দেয় গৃহশিক্ষকদের সংগঠনটি।যদিও এই বিষয়ে এদিন কোন মন্তব্য করতে চাননি দক্ষিণ দিনাজপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক মৃণাল রায় সিংহ। ওয়েষ্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন জানান তাদের দাবী মানা না হলে তারা আগামীতে জোরদার আন্দোলনে নামবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584