পিয়ালী দাস, বীরভূমঃ
বৃহস্পতিবার রাত্রি ৯ টা নাগাদ বীরভূমের পাঁড়ুইয়ের অবিনাশপুর অঞ্চলের হাটইকড়া গ্রামের সনৎ দাস নামে এক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে।
হামলা চালিয়ে ওই বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়, মারধর করা হয় বাড়ির মধ্যে থাকা বিজেপি কর্মী সনৎ দাসের মাকে।
জানা গিয়েছে, বিজেপি কর্মী সনৎ দাস উত্তর ২৪ পরগনায় বিস্তারকের কাজ করেন বিজেপির হয়ে, গতকাল উত্তর ২৪ পরগনা থেকে বাড়ি ফেরেন বিজেপি কর্মী এলাকায় সদস্য সংগ্রহ করেছিলেন।
তারপর তিনি যখন বাড়ি পৌঁছান ঠিক সে সময় তার উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত জনা কুড়ি দুষ্কৃতী। বাড়ির আসবাবপত্র ভাঙচুর করার সাথে সাথে বাড়ির সদস্যদের উপরও অত্যাচার করা হয়। অত্যাচারের হাত থেকে বাদ যায়নি বাড়ির বৃদ্ধা মহিলা।
আরও পড়ুনঃ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির বাড়িতে আক্রমণ,চুরির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
বাড়ির সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়।আক্রান্ত বিজেপি কর্মী সনৎ দাস জানান, “কিছু লোকজনকে নিয়ে আমি বিজেপি সদস্য সংগ্রহের বিষয়টি বোঝাচ্ছিলাম।
তারপর বাইরের এবং গ্রামের বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমার বাড়িতে হামলা করে বাড়ির আসবাবপত্র ভেঙ্গে দেয় এবং আমার গাড়ি নিয়ে চলে যায়। আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, মাকে জানে মেরে ফেলার হুমকি দেয়, আমাকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
বিজেপি কর্মীর আনা সমস্ত অভিযোগকে অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাম্য বিবাদের জেরে ওই বিজেপি কর্মীর বাড়িতে হামলা। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
ঘটনার খবর পেয়ে পাঁড়ুই থানার পুলিশ গতকাল রাতেই আক্রান্ত ওই বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছায়। পুলিশ সমস্ত জিনিস খতিয়ে দেখে এবং তদন্তের আশ্বাস দেয়।
যদিও বিজেপি ওই কর্মী পুলিশের দেরি করে পৌঁছানোর অভিযোগ তুলেছেন।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান, পুলিশ দেরিতে গেছে বলে যে অভিযোগ করা হচ্ছে সেটা সঠিক নয়, হামলার ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনাস্থল থেকে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584