মনিরুল হক, কোচবিহারঃ
তৃণমূল কার্যালয়ে ঢুকে তাঁদের এক কর্মীকে আক্রমণ করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত সমাজ বিরোধীদের বিরুদ্ধে।
সোমবার মাথাভাঙ্গার নয়ারহাট বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ।
তৃণমূল কংগ্রেস নেতা মজিরুল হোসেন বলেন, যখন আমাদের কর্মীরা নয়ারহাট পার্টি অফিসে বসে ছিল তখন অতর্কিতভাবে বিজেপির হার্মাদ বাহিনী তীরধনুক আগ্নেয়াস্ত্র ইত্যাদি দিয়ে আমার দলের নেতা আমিনুর মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, বেধড়ক পেটানো হয়, শেষে বোমা মারা হয়। এই ঘটনায় তার হাত ও পায়ে আঘাত লাগে।
আরও পড়ুনঃ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ কোচবিহার হরিণচওড়ায়
বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে দাবী করেন তৃণমূল নেতারা। নয়ারহাট এলাকায় বিজেপি কর্মীরা তাঁদের দলীয় কার্যালয়ে আক্রমণ করতে এলে অনেকে পালিয়ে যায়।
কিন্তু ঘটনার সময় আমিনুর পালাতে পারেনি, তাকে একা পেয়ে বিশালভাবে আক্রমণ করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেতা মজিরুল হোসেন। পড়ে পুলিশ আহত অবস্থায় আমিনুর মিয়াকে উদ্ধার করে মাথাভাঙ্গা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
মজিরুল বাবু আর অভিযোগ করে বলেন, এইদিন পার্টি অফিসে ঢুকে শুধু কর্মীদের উপর আক্রমণ নয়, দলীয় কার্যালয়ের বেশ কিছু জিনিস ভেঙে পুড়িয়ে দিয়েছে। বারবার পুলিশকে বলা সত্ত্বেও পুলিশ কোন ভূমিকা নেয় নি।
আরও পড়ুনঃ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তৃণমূলের মিছিল কোচবিহারে
যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির কোচবিহার জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন। তিনি বলেন এর সঙ্গে আমাদের দলের কোনো যোগ নেই, আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। একের পর এক মিথ্যা অভিযোগ আমাদের দলের উপর এনে এলাকার পরিবেশকে উত্তপ্ত করতে চাইছে তৃণমূল বলে তাঁর দাবী।
এই ঘটনার জেরে বর্তমান নয়ারহাট এলাকায় উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। এলাকার দোকানপাট, হাট, বাজার প্রায় সমস্তটাই বন্ধ রয়েছে।
আতঙ্ক রয়েছে এলাকার মানুষের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে চলছে পুলিশি টহল। আমিনুর মিয়াকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584