বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিগ্রহ

0
42

শ্যামল রায়,বর্ধমানঃ

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মাঝে মধ্যেই চিকিৎসার গাফিলতি চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটছে আর হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। এর আগেও
জুনিয়ার ডাক্তাররা কর্মবিরতি পর্যন্ত পালন করেছিলেন।
ফের সোমবারে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর করার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুইজন সিনিয়র ডাক্তার এবং দুজন জুনিয়র ডাক্তার ব্যাপকভাবে নিগৃহীত হয় বলে অভিযোগ।

আহত চিকিৎসক

সূত্র মারফৎ জানা যায় যে, মুর্শিদাবাদের বাবলু শেখ পথ দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হন এবং তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বেড না পাওয়ার কারণে মেঝেতেই তার চিকিৎসা শুরু হয়। রোগীর পক্ষের অভিযোগ যে চিকিৎসকরা ঠিকমতো ওই রোগীকে পরিসেবা দিচ্ছে না বলে ক্ষোভে ফেটে পড়েন। সোমবার কে কে দাস নামে এক সিনিয়র ডাক্তার ভিজিট করতে এলে বিতর্ক হয় এবং মারধোর করে রোগীর পক্ষে লোকজনেরা। সেই সময় সিনিয়র ডাক্তারকে বাঁচাতে এলে দুজন জুনিয়ার  চিকিৎসকও নিগৃহীত হয়।পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে যে হাসপাতাল সূত্র একটি অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে রোগীদের তরফ থেকেও বদর আলম নামে এক ব্যক্তি ও অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালের সুপার উৎপল দাঁ জানিয়েছেন যে,অপরাধীরা যাতে কঠোর শাস্তি পায় তার দাবি জানিয়েছে।
একজন সিনিয়র ডাক্তার কে মারধর করবে এটা নিন্দনীয় ঘটনা। এই ঘটনা ঘিরে সাময়িকভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাঘাত ঘটে বলে অভিযোগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here