গড়বেতায় পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের পাশে সেভ ডেমোক্রেসি

0
55

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

movement against power greed at garbeta | newsfront.co
নিজস্ব চিত্র

আন্দোলনের পথে অনড় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বুরামারার পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলনকারীরা।

movement against power greed at garbeta | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য,প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখার লক্ষ্যে এবং সবুজায়ন ধরে রাখতে,শরীর স্বাস্থ্যের দিকে নজর রেখে পাওয়ার গ্রিডের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে বারোটি গ্রামের বাসিন্দারা।

movement against power greed at garbeta | newsfront.co
নিজস্ব চিত্র

গত কয়েক দিন আগে রাস্তা অবরোধ করে আন্দোলন করে গ্রামবাসীরা।

গ্রামবাসীদের দাবি ছিল জেলা শাসক গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন দাবি গুলি পূরণ করা হোক।সেই মতো দু দিন আগে পাওয়ার গ্রিডের আন্দোলনকারীরা জেলাশাসক দফতরে একটি স্মারকলিপিও প্রদান করে।
শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে এবং পাওয়ার গ্রিড এলাকা পরিদর্শন করতে আসেন সেভ ডেমোক্রেসির ছয় প্রতিনিধি দল। সেভ ডেমোক্রেসির রাজ্য সম্পাদক অধ্যাপক চঞ্চল চক্রবর্তী বলেন ২০১৩ সালে চাষিদের কাছে জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে।শুধু তাই নয় তিনজন আদিবাসীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

chanchal chakraborty | newsfront.co
অধ্যাপক চঞ্চল চক্রবর্তী,রাজ্য সম্পাদক সেভ ডেমোক্রেসি।নিজস্ব চিত্র

অধ্যাপক চঞ্চল চক্রবর্তী, তিনি আরও বলেন বছর পেরিয়ে গেলেও চাষিদের জমির ক্ষতিপূরণ দেওয়া হয়নি।আমরা দাবি করছি চাষিদের জমি বর্তমান বাজারের মূল্য দিতে হবে চাষিদের। শুধু তাই নয় এখানে মোট ১৫০ একর জমিতে গাছপালা ছিল তার মধ্যে ৫০ একরের একটু বেশি জায়গায় পাওয়ার গেট তৈরি হয়েছে তাহলে বাকি ১০০ একরের গাছ কেন কাটা হল।

movement against power greed at garbeta | newsfront.co
আন্দোলনকারীদের সাথে সেভ ডেমোক্রেসির প্রতিনিধি দল।নিজস্ব চিত্র

তিনি আরও বলেন, গাছ কাটতে হলে পঞ্চায়েতের অনুমতি দরকার হয় সেক্ষেত্রে আমরা সেটি তদন্ত করে দেখব।
আন্দোলনকারী সেখ ইন্তেজার তিনি স্পষ্ট করে জানান যত দিন না এই দাবিগুলি মানা হচ্ছে পাওয়ার গ্রিড প্রকল্পের কাজ বন্ধ থাকবে।অন্য দিকে জল জঙ্গল মাটি সংরক্ষণের একটি কমিটিও গঠন করে ফেলেছে গ্রামের বাসিন্দারা।তার সাথেই সেভ ডেমোক্রেসি কাজ করবে বলে জানান অধ্যাপক চঞ্চল চক্রবর্তী।

আরও পড়ুনঃ গুণ্ডামি না ছাড়লে কপালে শনি আছে, রবিকে হুমকি রাজুর

ganesh sal | newsfront.co
গণেশ সাল,আন্দোলনকারী স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

অন্যদিকে গ্রামের বাসিন্দা গণেশ সাল,জানান আমরা আন্দোলনে অনড় থাকব যত দিন না আমাদের আবেদনগুলি মানা না হয়।এখন কাজ বন্ধ থাকবে যত দিন না জেলাশাসক নিজে এসে এই সব আবেদনগুলি খতিয়ে দেখে প্রতিকার করে তত দিন আমরা আন্দোলনে অনড় থাকব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here