নিজস্ব সংবাদদাতা, আরামবাগঃ
গোঘাটের বদনগঞ্জ ফুলুই গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু সক্রিয় তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেয় ১৬ তারিখ।তার ফলে ওই সদ্য যোগ দেওয়া বিজেপির কর্মীদেরকে তৃণমূল নেতারা পরিকল্পিতভাবে মারধর করেছে বলে অভিযোগ।গুরুতর জখম বিজেপি কর্মী বাসুদেব সন্ন্যাসী আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
বাকি আহতরা স্থানীয় এলাকায় প্রাথমিক চিকিৎসা করায়। অভিযোগ,হঠাৎ তৃণমূলের কিছু দুষ্কৃতী বাসুদেব সন্ন্যাসীর বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণে তাঁর কাছে কুড়ি হাজার টাকা জরিমানা চাওয়া হয়।তা না দেওয়ায় পরে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করা হয় বলে জানান। বাসুদেব বাবু স্ত্রী বাধা দিতে এলে তাঁকেও মারধর করা হয়।তাঁর বয়স্ক মাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ, তার একটি প্রতিবন্ধী বোন আছে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। বদনগঞ্জ এলাকার বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে বলে তাদের দাবি ।যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুনঃ দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদে অবরোধ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584