নিজস্ব সংবাদদাতা,মালদহঃমহদিপুর সীমান্তে ফের আক্রান্ত এক লরিচালক, মারধোর দিয়ে তার কাছ থেকে নগদ টাকা এবং একটি মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে, মহদিপুর সীমান্তে লুকাচুরি মসজিদের কাছে। জানা গিয়েছে, আক্রান্ত চালকের নাম, মোস্তফা আহমেদ(৩৬)।বাড়ি কালিয়াচক থানার মাস্টারপাড়া এলাকায়। অভিযোগ, পিয়াজ বোঝাই লরি নিয়ে সীমান্তে যাচ্ছিলেন ওই চালক। সেই সময় ৬ থেকে ৭ জন দুষ্কৃতী লরি আটকে তার কাছ থেকে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে লোহার রড দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর তার কাছ থেকে নগদ ৪ হাজার টাকা এবং একটি মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। রাতেই রক্তাক্ত অবস্থায় আহতকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে অন্য লরির চালক ও খালাসিরা। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। তবে কে বা কারা তার উপর হামলা করলো তা পরিষ্কারভাবে জানাতে পারিনি ওই লরি চালক। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বারবার এই ধরনের ঘটনায় আতঙ্কে পড়েছেন লরিচালকেরা। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটে মহদিপুর সীমান্তে। মাঝেমধ্যেই মারধর করা হয় লরিচালকদের। রাত হলেই আতঙ্কের পরিবেশ নেমে আসে মহদিপুর সীমান্ত এলাকায়। দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কে রয়েছেন লরি চালকরা। তবে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584