বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত নার্স ও গ্রুপ ডি এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে।এই ঘটনায় রবিবার রাতে উওপ্ত হয়ে উঠে গোটা হাসপাতাল চত্বর।এই মারধরের ঘটনায়
আহন হন গ্রুপ ডি কর্মী।তিনি এখন বর্তমানে চিকিৎসাধীন। অপরদিকে এই ঘটনা নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে শিলিগুড়ি থানায় অভিযোগ জানানো হয়েছে এবং এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।এর পাশাপাশি মারধরের প্রতিবাদে কালো ব্যাজ পরে কাজে যোগ দেন নার্স ও গ্রুপ ডি কর্মীরা।
অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে বৃহস্পতিবার জ্বর নিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি হন গুরুং বস্তি এলাকার বাসিন্দা ববিতা কুমারী। এরপর রবিবার সন্ধ্যা বেলায় তাকে ছুটি দেওয়া হয়।যদিও ছুটি দেওয়ার আগে বার কয়েক বমি করায় চিকিৎসকদের পরামর্শ মোতাবেক কর্তব্যরত নার্সরা তাঁকে ইঞ্জেকশন দেন।এরপরেই ছটফট করতে থাকেন ওই মহিলা।এরপর ক্ষুব্ধ হয়ে ওই মহিলার স্বামী কর্তব্যরত নার্সদের উপর চড়াও হন বলে অভিযোগ এবং একজন নার্স ও এ গ্রুপ ডি মহিলা কর্মীকে মারধর করেন।এই ঘটনায় আহত হন গ্রুপ ডি কর্মী শোভা পাইন। বর্তমানে তিনি শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসাধীন।এই বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন গোটা ঘটনা শুনেছি। সুষ্ঠুভাবেই চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল।আহত গ্রুপ ডি কর্মী তিনি এখন চিকিৎসাধীন।এই রকম ঘটনা কাম্য নয় এবং সব সময়ই ভালোভাবে পরিষেবা দিতে চাই।
আরও পড়ুনঃ দিলীপ ঘোষের গাড়িতে হামলার প্রতিবাদে বিজেপির ধিক্কার মিছিল কোচবিহারে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584