হরষিত সিং, মালদহঃ
টাকা ফেতৎ দিতে না পারায় এক রোজভ্যালির এজেন্টকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রায় কুড়ি জন গ্রাহকের বিরুদ্ধে।মঙ্গলবার রাতে মালদহের গাজোল থানার ময়না গ্রামে ঘটনাটি ঘটেছে।আশঙ্খাজনক অবস্থায় ওই ব্যাক্তি বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। ঘটনায় গাজোল থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম ব্যাক্তির নাম বিমল সরকার।তিনি চিটফান্ড অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির এজেন্ট ছিলেন।
পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই মেয়ে।জানা গিয়েছে গাজোল থানার ময়না এলাকার প্রায় চারশো জন স্থানীয় বাসিন্দা এজেন্ট বিমল সরকারের মাধ্যমে রোজভ্যালিতে চড়া সুদের বিনিময়ে টাকা জমা করেন।কিন্তু গত কয়েক বছর আগে চিট ফান্ড সংস্থার কর্ণধার সহ একাধিক কর্তা টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেফতার হয়।তার পর থেকেই রাজ্যের কয়েক হাজার সাধারণ মানুষের জমানো টাকা ফেরৎ পাওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।বহু জায়গাই স্থানীয় এজেন্টদের ধরেন গ্রাহকেরা।তবে চিটফান্ড সংক্রান্ত মামলার এখনো নিষ্পত্তি না হওয়ায় সমস্যায় পড়েছেন গ্রাহকেরা।গাজোলের ময়নার বাসিন্দা এজেন্ট বিমল সরকারের রোজভ্যালি সংক্রান্ত প্রায় চল্লিশ লক্ষ টাকা ঋণ রয়েছে।গ্রাহকেরা চাপ দেওয়ায় তিনি টাকা শোধ দিতে দুবাইয়ে কাজের উদ্দেশ্যে পাড়ি দেন।প্রায় চার বছর পর তিনি এবছর পুজোর আগে বাড়ি ফিরে আসেন।কিন্তু ঋণের টাকা এখনো শোধ দিতে পারেননি।তিনি বাড়ী ফিরে আসতেই গ্রাহকেরা তার কাছে টাকা দাবী করে।অভিযোগ দিতে না পারায় মঙ্গলবার রাতে স্থানীয় গ্রাহকেরা তাকে নিয়ে একটি সালিশি সভা বসায় গ্রামে। সেই সভায় বিমল বাবু জানান তার পক্ষে এই মুহুর্তে এত টাকা শোধ দেওয়া সম্ভব নয়। চিটফান্ড সংক্রান্ত মামলা চলছে সকলে টাকা ফেরৎ পাবে।অভিযোগ সালিশ সভা থেকে ফেরার পথে প্রায় কুড়ি জন বাসিন্দা তার উপর চড়াও হয়।লাঠি সোটা দিয়ে মারধোড় করে তাকে খুনের চেষ্টা করে।রাস্তার অচৈতন হয়ে পড়লে পালিয়ে যায় অভিযুক্তরা।পরে খবর পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদহ মেডিকেলে রেফার করে।বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।পরিবারের লোকেরা অভিযুক্ত মুকুল সরকার,বলরাম সরকার ও প্রতাপ সরকার সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে গাজোল থানায় অভিযোগ জানায়।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584