কেশিয়াড়ির জনসভা থেকে তৃণমূল পেটানোর নিদান দিলীপ ঘোষের

0
52

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Attacking advised of dilip at keshiyari meeting
নিজস্ব চিত্র

ভোটের দিন এলাকায় বহিরাগত লোক দেখলেই মাথায় লাঠির বাড়ি মারার নিদান দিলেন দিলীপ ঘোষ। বুধবার কেশিয়াড়িতে সভা করে তৃণমূলের উপর আক্রমণত্মক হয়ে উঠে কর্মীদের বলেন,’গ্রামের ঢোকার মুখে লাঠি হাতে নিয়ে বসে থাকুন।বহিরাগত দেখলেই মাথায় মারুন।’
তাঁকে বলতে শোনা যায়,’ তৃণমূল কর্মীদের উদ্দ্যশ্যে লিখে টাঙিয়ে দিন,ঢুকবেন আপনার ইচ্ছায়,বেরোবেন আমাদের ইচ্ছায়।হেঁটে বা বাইকে ঢুকলে কাঁধে চেপে যেতে হবে এটাও জানিয়ে দিন।’

Attacking advised of dilip at keshiyari meeting
নিজস্ব চিত্র

সিপিএমের খগেন মুর্মু থেকে তৃণমূলের অর্জুন সিং একের পর এক দল ভাঙিয়ে আনা নেতাদের জেতানোর স্বপ্ন দেখছে বিজেপি।তাঁদের জয় নিশ্চিত জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,’তৃণমূল প্রার্থী খুঁজে না পেয়ে নায়িকাদের প্রার্থী করছে।নাচ গান দেখে মানুষ ভোট দেবেন না।মানুষ কাজ দেখে ভোট দেবেন।’

Attacking advised of dilip at keshiyari meeting
নিজস্ব চিত্র

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি হয়েছে।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ,প্রতিরোধ করেছেন বিজেপি নেতা কর্মীরা।তাঁরা মার খাচ্ছেন। পাল্টা মার্ দিচ্ছেন।রোদে , জলে পরিশ্রম করছেন এই দাবি করে বলেন,’তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপি উঠে এসেছে.সিপিএম,কংগ্রেসের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন।’

কর্মীদের উজ্জীবিত করে তাঁকে বলতে শোনা যায়, ‘পুলিশ শক্তের ভক্ত,আর নরমের যম।পুলিশের সঙ্গে সেভাবেই ব্যবহার করুন।’

আরও পড়ুনঃ মেরে হাত পা ভেঙে দেওয়ার নিদান,বাকি বুঝে নেওয়ার আশ্বাস রাজনগরে সভায় অনুব্রত

Attacking advised of dilip at keshiyari meeting
অজিত মাইতি,পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি।নিজস্ব চিত্র

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন ,’দিলীপ বাবু তিন বছরের বিধায়ক হয়ে খড়্গপুরের কোনো উন্নয়ন করতে পারেননি।এখন বড়বড় কথা বলছেন।উনি আড়াই লক্ষ ভোটে হারবেন।আর সোনা চোর,বালি চোর দুর্নীতিগ্রস্থ যে পুলিশ অফিসারকে ঘাটালে দাঁড় করিয়েছেন তিনও তিন লক্ষ ভোটে হারবেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here