‘যেমন কর্ম তেমন ফল’ ভারতী প্রসঙ্গে দেব

0
157

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

attacking comments of dev about bharati
নিজস্ব চিত্র

যিনি যেমন কর্ম করবেন তাঁকে তেমন ফল ভোগ করতে হবে। তাই ভারতী ঘোষ তাঁর কৃতকর্মের ফলই ভোগ করছেন বলে দাবি করলেন দেব।ঘাটাল লোকসভা কেন্দ্রে থেকে নির্বাচিত বিদায়ী সাংসদ তথা তৃণমূল মনোনীত প্রার্থী দীপক অধিকারী(দেব)।

Dev submitted nomination paper
নিজস্ব চিত্র

দেবের বিরোধী প্রার্থী বিজেপি মনোনীত জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। আজ মনোনয়ন পত্র জমা দিতে আসেন দেব।এদিন সকাল ১১টা নাগাদ তৃণমূলের ফেডারেশন ভবন থেকে মিছিল বের হয়।একটি হুড খোলা গাড়িতে তিনি ছিলেন।ব্যান্ড,রণপা,ছৌনাচ , আদিবাসী মহিলাদের পাতা নাচ,মাথায় কলসি নিয়ে নাচ , ঢাক,বাজনা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা এসে পৌঁছায় মেদিনীপুরের কালেক্টরেট চত্বরে।ততক্ষনে দোকানের রকে,কার্নিশের ধারে,গাছে, রেলিং-এর ওপর উঠে পড়েছেন বহু মানুষ দেব দর্শনের আশায়।

Dev submitted nomination paper
সাংবাদিকদের মুখোমুখি দেব।নিজস্ব চিত্র

দেবের গাড়ি পুলিশের ব্যারিকেডের সামনে থামতেই সেলফি তোলার জন্য , একবার হাত মেলানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। কোনোরকমে ভিড় সামলে রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র,জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা,ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে নিয়ে জেলা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে প্রবেশ করেন।

ভারতী ঘোষ অভিযোগ করেছেন,তিনি যাতে প্রচার চালাতে না পারেন এজন্য সিআইডিকে দিয়ে রাজ্য সরকার এখন জেরার নামে তাঁকে হেনস্তা করেছে। সাংবাদিকরা এবিষয়ে দেবের মতামত জানতে চাইলে তাঁর সাফ জবাব,’উনি দেড় বছর লুকিয়ে না থেকে,পালিয়ে না বেড়িয়ে সিআইডিকে সহযোগিতা করলে এই দিনটা ওনাকে দেখতে হতো না।’ এরপরই তাঁকে বলতে শোনা যায়,’উনি যেমন কর্ম করেছেন তেমনি ফল ভোগ করছেন। বিরোধী দলের অনেকেই তো প্রার্থী হয়েছেন তাঁদের সবাইকে তো সিআইডি জেরা করতে যাচ্ছে না।’
তাঁর নাম করেই দেব বলেন , ‘ ভারতী দেবী জেলার এসপি ছিলেন।আইনকানুন ভালোই জানেন।ওনার বিরুদ্ধে যে চার্জ গুলো রয়েছে এবিষয়ে তদন্তে সহযোগিতা করলেই ভালো।না হলে ফল ভুগতে হবে।’
তাঁকে এভাবে ম্যারাথন জেরা করে রাজ্য সরকার ও তৃণমূল হিংসা চরিতার্থ করছে বলে অভিযোগ করেছেন ভারতী ঘোষ।এবিষয়ে দেব বলেন , ‘ মানুষকে বোকা বানানো এতো সহজ নয়।নির্বাচনের আগে সিবিআই এরাজ্যে যা করছিলো সেটা তাহলে কি ছিল?

আরও পড়ুনঃ হারি জিতি ঘাটালবাসীর পাশে থাকবো,মনোনয়ন জমা দিয়ে দেবের অভিমত

তিনি টাকা কমাতে রাজনীতিতে আসেননি। রাজনীতিতে স্বচ্ছতা, শালীনতাবোধ, শিষ্টাচার , সৌজন্যতা যাতে ফিরে আসে এজন্যই তিনি কাজ করছেন বলে জানান দেব।কার প্রতি এবং কোন দলের প্রতি মানুষের আশা ভরসা আছে তা ২৩ তারিখেই বোঝা যাবে বলে তিনি জানান ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here