নিজস্ব সংবাদদাতা,মালদহঃ তৃণমূল করার অপরাধে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তরা কংগ্রেস কর্মী। আক্রান্ত তৃণমূল কর্মীর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে পুখুরিয়া থানার পিরগাঁ এলাকায়। বাবা, ভাই সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ পুখুরিয়া থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তর নাম, নৈমুদ্দিন সেখ(৪০)। অভিযুক্ত এনা সেখ, রফিক সেখ,তারিকুল সেখ ও রমজান সেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে, আক্রান্ত নৈমুদ্দিন সেখ আগে কংগ্রেস করতেন। এই নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেন। সেই ঘটনাতে আপত্তি করে পরিবারের অন্য সদস্যরা। এই নিয়ে বাবা, ভাইদের সাথে বচসা বাধে নৈমুদ্দিনের। অভিযোগ, বচসার জেরে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় নৈমুদ্দিনের উপর।

হামলার অভিযোগ তুলেন, আক্রান্তর স্ত্রী নাজেমা বিবি। রাতেই আহতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করে পরিজনেরা। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584