আমার মৃত্যু আমার সংগ্রামের সমান,
জল্লাদের কালো দড়িতে দিয়েছি তার প্রমাণ।
আমি কখনোই মেনে নিতে পারিনি শোষক দেশের শাসক হোক,
আমি কখনোই মেনে নিতে পারিনি
শিক্ষার জন্য ভিক্ষার থালা হাতে মা,বোনেদের ইজ্জত লুট হয়ে যাক,
আমার বাংলা,আমার ভারত, আমার দেশ
আর আমরাই ক্ষুধার্ত !
আমরা কী কুকুর, আমরা অশিক্ষিত পশু!!!
চাষীরা না খেয়ে জ্বলন্ত রোদে রক্ত পুড়িয়ে,ঘাম ঝরিয়ে চাষ করবে
তারাই আবার দাসত্ব করবে?
এই আমার দেশ, এই আমার শাসক?
আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকতে এ মেনে নিতে পারব না।
কক্ষনো না…
আমার মায়ের আঁচলে মৃত্যু কে বিদায় দিয়ে এসেছি
একদিনের না আজীবন কালের জন্য …
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584