নারী
আমি নারী, সুপ্ত শিরায় স্বাধীনতার অহংকার
আমি প্রতিবাদী, আমি দুর্মদ, আমি দুর্বার৷
আমি ছিন্ন করেছি কমনীয়তার বেড়াজাল,
আমার খড়গ বলদর্পীর তাজা খুনে লাল৷
আমি সৃষ্টি, আমি গতি, আমি ক্ষয়৷
আমি কন্যা হয়ে পিতারে দিয়েছি হাসি
আমি দয়িতা হয়ে বলেছি ‘ভালোবাসি’৷
আমি জননী, আমি ন্যায়, আমি ধর্ম
আমি বিলাসী, আমি অনিয়ম, আমি কর্ম৷
আমি জীবনকে দিয়েছি মুক্তবায়ুর অঙ্গীকার
আমি পুরুষের শাসনকে করেছি অস্বীকার৷
আমি জয়ী, আমি মুক্ত, আমি উদ্দাম,
আমি শুধু নারী, নারী মোর নাম৷৷
তুমি আমায় বলো____
“ঘরকন্যাই তোমাকে মানায়”৷
আমার কপালে সূর্যরাঙা সিঁদুরের অস্তিত্বে
তুমি খুঁজে পাও বিশ্বাস, সারল্য আর সোহাগের স্বাদ৷
আমি তোমার কথা মানি___
কিন্তু যদি কোনদিন তোমারই জন্য একটু
খুন্তি ফেলে তুলে নিই কলম,
তোমার বিশ্বাস আর সোহাগ সেদিন
হারাব কি?
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584