অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, অনুমতি দিলেননা অ্যাটর্নি জেনারেল

0
192

ওয়েব ডেস্ক, নিউজফ্রন্ট:

“আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে সুপ্রিম কোর্ট তার রায়ে জানাচ্ছে যে বাবরি মসজিদ ধ্বংস করা বেআইনি হয়েছে, আবার একই রায়ে মসজিদ ধ্বংসকারীদের পুরস্কৃত করছে”,এরকম মন্তব্য করার অভিযোগে অভিনেত্রী ও সমাজকর্মী স্বরা ভাস্করের বিরুদ্ধে আদালতে আবেদন করেন এডভোকেট অনুজ সাক্সেনা।

শুধু তাই নয়, গত ফেব্রুয়ারীতে মুম্বাইয়ে ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিল্পীরা’ শীর্ষক আলোচনায় এই অভিনেত্রী নাকি আরও মন্তব্য করেছিলেন,” আদালত নিজেই সংবিধান মানে কি না সে বিষয়ে নিশ্চিত নয়”।

আরও পড়ুন:বিচারপতিরাও সাধারণ নাগরিক, প্রশান্ত ভূষণের সমর্থনে জানালেন জাস্টিস কার্নান

তবে অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল অভিনেত্রী স্বরা ভাস্করের বিরুদ্ধে আদালত অবমাননার এই আবেদন আদালতের সামনে তুলে ধরার অনুমতি দিলেন না। অ্যাটর্নি জেনারেলের মামলার অনুমতি না দেওয়ায় আবেদনকারী ঊষা শেট্টির হয়ে আইনজীবী অনুজ সাক্সেনা, প্রকাশ শর্মা ও মাহেক মাহেশ্বরী শেষ পর্যন্ত সলিসিটর জেনারেলের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here