বর্ধমান জুলজিক্যাল পার্কে দর্শকের ঢল

0
75

সুদীপ পাল,বর্ধমানঃ

audience drift in Burdwan Zoological Park
নিজস্ব চিত্র

পুরনো বছর শেষ হয়ে নতুন বছর এসেছে। উৎসবের মেজাজে রয়েছেন বর্ধমানের বাসিন্দারা। গতকালের মতন আজও বহু মানুষ বনভোজনে গেছেন। যাঁরা বনভোজনে যাননি তাদের অধিকাংশই ভিড় করলেন রমনাবাগান মিনি জু বা বর্ধমান জুলজিক্যাল পার্কে। ছোটদের সাথে বড়রাও ভিড় করলেন এ দিন। বাজেপ্রতাপপুর এর বাসিন্দা ষষ্ঠ শ্রেণির ছাত্র অরিত্র গাঙ্গুলি বলছে, ‘।আমার অন্য বন্ধুরা পিকনিক করতে গেছে বাবা মা আমাকে এখানে নিয়ে এসেছে। আমি আগে কখনো চিড়িয়াখানা দেখিনি। এই প্রথম। খুব ভালো লাগছে।’ অরিত্রর বাবা সুতীর্থবাবু বলেন, রমনাবাগান কে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। আগের থেকে নতুনভাবে সাজছে রমনাবাগান। কিন্তু মিডিয়ায় যেরকম ভাবে প্রচার হয়েছে ততটা বেশি কিছু দেখলাম না।’ সুতীর্থবাবুর মতন এক মত অনেকেই। তাঁরা বলছেন, এই সময় দর্শকরা ভিড় করেন। তাই যদি কর্তৃপক্ষ আরো আগে থেকে এটিকে সাজাবার চেষ্টা করতেন তাহলে হয়তো এতদিনে সম্পূর্ণ হত।দর্শকরাও দেখে আনন্দ পেতেন। বর্তমানে হরিণ, কুমির এবং কিছু পশুপাখি থাকলেও দর্শকদের মন ভোলাতে লেপার্ড কিংবা নেকড়ে প্রভৃতি প্রাণীদেরও আনা হবে বলে জানা যাচ্ছে। বড়দের মন সেভাবে না ভরলেও ছোটরা কিন্তু আপ্লুত। তাদের কথায়, হরিন, সজারু এগুলো টিভিতে দেখি। চোখের সামনে দেখতে পেয়ে খুব আনন্দ হচ্ছে’।

আরও পড়ুন: অচলাবস্থা কলেজে,ক্ষোভে গেটে তালা ঝোলাল পড়ুয়ারা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here