অভিনব উপায়ে লকডাউন পরিস্থিতি তুলে ধরলেন দেবলীনা

0
259

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাসের দাপটে নাজেহাল গোটা পৃথিবী। ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাটাও নেহাৎ কম নয়। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। স্কুল, কলেজ, অফিস সহ বন্ধ কর্মসংস্থানগুলিও। ফলে কাজ হারিয়েছেন অনেকেই।

Manus Manuser Jonno | newsfront.co

এই দুর্দিনে অনাহারে ভুগছেন বহু মানুষ। তবে আমাদের দেশে দেবতারূপী মানুষও আছেন। যারা দেশের সংকটজনক পরিস্থিতিতে এই সকল দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান। এই ধরণের কিছু চিত্রই অডিও প্লে-র সাহায্যে প্রকাশ্যে এনেছেন এক্সিকিউটিভ প্রডিউসর দেবলীনা সেন। লকডাউন পরিস্থিতি নিয়ে তৈরি এই অডিও প্লে-টির নাম ‘মানুষ মানুষের জন্য’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ওই অডিও প্লে।

Debalina sen | newsfront.co
দেবলীনা সেন, এক্সিকিউটিভ প্রডিউসর
Malancha Dhar | newsfront.co
মালঞ্চ ধর, গৃহবধূ

অডিও প্লে-টির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মালঞ্চ ধর। ‘মানুষ মানুষের জন্য’-এ দুজনের কণ্ঠ শোনা গিয়েছে। সরোমার চরিত্রে কণ্ঠ দিয়েছেন শর্মিষ্ঠা দত্ত সেন এবং অজিতের চরিত্রে কণ্ঠ দিয়েছেন উৎসব সেন।

Sarmistha Dutta Sen | newsfront.co
শর্মিষ্ঠা দত্ত সেন, গৃহবধূ
Utsav Sen | newsfront.co
উৎসব সেন, থিয়েটার অভিনেতা, ইঞ্জিনিয়ার

সঙ্গীতের দায়িত্বে ছিলেন শুভজিৎ ধর। অডিও প্লে-র ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন সৌরভ সোনালী চৌধুরী। দেবলীনা সেনের ভাবনায় এই অডিও প্লে-টি নির্মিত হয়েছে। এর আগে ‘মন জানে না’ ছবিতে এবং ‘কর্কট রোগ’ ওয়েব সিরিজে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবে কাজ করেছেন দেবলীনা

আরও পড়ুনঃ লকডাউন শর্টস-এর পরবর্তী নিবেদনে সেন পরিবার

Suvojit Dhar | newsfront.co
শুভজিৎ ধর, ট্রেনিং ম্যানেজার, বহুজাতিক ফার্মা কোম্পানি
Sourav sonali Chowdhury | newsfront.co
সৌরভ সোনালী চৌধুরী, সঙ্গীত পরিচালক

লকডাউনের বাজারে মানুষের হাত একেবারেই শূণ্য। কাজ নেই। কর্মহীন হয়ে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতির চাপে পড়ে অনাহারো ভুগছেন অনেকেই। কিন্তু সম্মানের কথা ভেবে ত্রাণ দিতে লাইনে দাঁড়াতে পারছেন না, আমাদের রাজ্যে এমন মানুষের সংখ্যাটা কম নয়। অন্যদিকে, এমন মানুষও আছেন যারা আড়ালে থেকে সবসময় মানুষকে সাহায্য করে যান। এরকমই একটি গল্প ‘মানুষ মানুষের জন্য’ অডিও প্লে-টিতে তুলে ধরেছেন দেবলীনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here