মোহনা বিশ্বাস, কলকাতাঃ
বিস্ময়কর প্রতিভাবান শিশুশিল্পীদের দ্বারা সুরেলা গায়কী ও ধামাকা দেওয়া পারফরমেন্স দিয়ে রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা লিটিল চ্যাম্পস’ ফিরে এসেছে। ১২জানুয়ারি ২০২০, রবিবার সকাল ৮টা থেকে জিটিভি ‘সা রে গা মা পা লিটিল চ্যাম্পস সিজন ৮’-এর অডিশন শুরু হবে কলকাতায়। কলকাতার এনএইচএম নলেজ ক্যাম্পাসে হবে এই অডিশন।
আর তার আগে ৭জানুয়ারি, মঙ্গলবার এই অডিশনের জন্য কলকাতার উদীয়মান গায়ক-গায়িকাদের উৎসাহ দিতে একটি সাংবাদিক সম্মেলন করেন জিটিভি সা রে গা মা পা লিটিল চ্যাম্পস সিজন ৭-এর প্রতিযোগী সোনাক্ষি কর। প্রতিযোগী শিশুশিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, সা রে গা মা পা লিটিল চ্যাম্পস ভারতীয় টেলিভিশনের অন্যতম কাঙ্খিত রিয়্যালিটি শো এবং তা সোনাক্ষির মতো অনেক উচ্চাকাঙ্ক্ষী গায়ক-গায়িকার কেরিয়ার গড়ে দিয়েছে। এই শো তাকে গান গাওয়ার প্রকৃত অর্থ কি তা শিখিয়েছে এবং তাকে এই শিল্পের সূক্ষ্ম প্রয়োগ কৌশল ও সূক্ষ্ম পার্থক্যগুলি বুঝতে সাহায্য করেছে। কলকাতার শিল্পীদের মধ্যে প্রতিভা রয়েছে। ভয় না পেয়ে দুশ্চিন্তাকে দূরে সরিয়ে শিশুশিল্পীদের মন খুলে গান গাওয়ার বার্তা দেন সোনাক্ষি।
এই শো-এর সিজন ৮-এর অডিশন দিতে এই শহরের আশ্চর্য প্রতিভাদের কাছে আবেদন রাখার সুযোগ পেয়ে খুশি সোনাক্ষি কর। এদিন শহরের সমস্ত শিশুশিল্পীদের এগিয়ে আসতে এবং এই অডিশনে উৎসাহের সঙ্গে অংশ নিতে বলেন সোনাক্ষি। বয়স ১৫ বছরের মধ্যে হলেই প্রতিভাবান শিশুশিল্পীরা অডিশনের জন্য রেজিস্টার করতে পারবে। আগামী দিনে এই অডিশন হবে চন্ডীগড়, ইন্দোর, পাটনা, জয়পুর, নাগপুর, পুনে, আহমেদাবাদ, দিল্লী ও মু্ম্বাইয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584