শিল্পী অরুণাভ দত্তের “মাই ফার্স্ট লাভ”-এর আত্মপ্রকাশ

0
86

নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুরঃ

Auronavo dutto released My First Love album
নিজস্ব চিত্র

সান্ধ্যকালীন ঘরোয়া অনুষ্ঠানে প্রকাশ পেলো শিল্পীর শিল্পকর্মের নিদর্শনের অ‍্যালবাম।প্রকাশিত হলো মেদিনীপুর শহরের প্রথিতযশা বর্ষীয়ান শিল্পী অরুণাভ দত্তের আঁকা বিভিন্ন ধরনের শিল্প সৃষ্টির অ‍্যালবাম “মাই ফার্স্ট লাভ”। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের মাইকেল মধুসূদন নগরে অরুণাভ দত্তের বাড়িতে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে অ‍্যালবামটি প্রকাশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা মেদিনীপুর কলিজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মন্ডল।

Auronavo dutto released My First Love album
নিজস্ব চিত্র

সভায় উপস্থিত থেকে সভাপতিত্ব করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ড.সন্তোষ কুমার ঘোড়ই। স্বাগত বক্তব্য রাখেন শিল্পী অরুণাভ দত্ত। তিনি তাঁর অ‍্যালবাম প্রকাশের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থিত ব‍্যক্তিদের সামনে তুলে ধরেন। অরুণাভবাবু ছবি আঁকার ক্ষেত্রে তাঁর ছাত্র জীবনে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন তাঁদের কথা বিশেষ ভাবে উল্লেখ করেন। হরিপদ মন্ডল ও সন্তোষ ঘোড়াই তাঁদের নিজ নিজ বক্তব্যে শিল্পী অরুণাভ দত্তের কাজের প্রশংসা করেন।

আরও পড়ুনঃ ‘মাসিক দণ্ডভুক্তি বৈঠক’ পত্রিকার আত্মপ্রকাশ

Auronavo dutto released My First Love album
নিজস্ব চিত্র

এছাড়াও এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন অরুণাভ দত্তের সহধর্মিণী সুপর্ণা দত্ত, সাহিত্যিক ভবেশ বসু, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্যরা।সভায় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি। উল্লেখ্য আর্ট বিষয়ে প্রথাগত ডিগ্রি না থাকলেও ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের এই প্রাক্তন শিক্ষক শিল্পী হিসেবে যথেষ্ট খ‍্যাতি অর্জন করেছেন।

সভাটি সুষ্ঠু ভাবে সঞ্চালনা করেন দেবব্রত ভট্টাচার্য। এই ঘরোয়া সভায় শিক্ষা, শিল্প,সংস্কৃতি জগৎ সহ অন্যান্য ক্ষেত্রের ৫০ জনেরও বেশী ব‍্যক্তি উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে শহরের একমাত্র আর্ট কলেজে দীর্ঘদিনের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং আর্ট কলেজটির পুনরুজ্জীবনের দাবি করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here