আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজি পেসার জেমস প্যাটিনসন

0
59

শরীয়তুল্লাহ সোহন, স্পোর্টস ডেস্কঃ

অ্যাশেজ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসন। আগামী ডিসেম্বরে শুরু হবে অ্যাশেজ সিরিজ। তার আগেই হঠাৎ তার অবসর অজি ক্রিকেট মহলে জোর আলোচনার সৃষ্টি করেছে। তিনি মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজেকে সরিয়ে নিলেন।

James Pattinson with his wife
সস্ত্রীক জেমস প্যাটিনসন। ছবি: টুইটার

আন্তর্জাতিক ক্রিকেট ২০১১ সালে তার অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নিয়ে আলোড়ন ফেলে দেন ক্রিকেট মহলে। একজন উদীয়মান পেসার হিসেবে জোর চর্চা হয় চারিদিকে। সেই সিরিজে অজি দল জয়লাভ করেন এবং সিরিজের সেরা প্লেয়ার নির্বাচিত হয়ে স্বপ্নের যাত্রা শুরু করেন। কিন্তু কেরিয়ারের শুরুতেই জোট আঘাতে জর্জরিত হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হোঁচট খান বারংবার। তিনি দেশের হয়ে শেষ ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে এবং সেই ম্যাচেই মারাত্মক ভাবে পিঠে আঘাত পান। সেই চোট সারিয়ে আবার ২০১৯ সালে জাতীয় দলে সুযোগ পান অ্যাশেজ সিরিজে এবং সেই অ্যাশেজ সিরিজে দেশের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

আরও পড়ুনঃ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের সঙ্গী স্কটল্যান্ড খেলবে ‘গ্রুপ-২’ এ

অবসর ঘোষণার আগে পর্যন্ত তিনি দেশের হয়ে ২১ টি টেস্ট, ১৫ টি ওয়ানডে এবং ৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি টেস্ট ক্রিকেটে যথাক্রমে ৮১ টি, ওয়ানডে তে ১৬ টি এবং টি-টোয়েন্টি তে ৩ টি উইকেট সংগ্রহ করেন। অবসর প্রসঙ্গে ক্রিক ইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “অনেক ভাবনার পরে পরিবার এবং ব্যক্তিগত কোচের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। কারণ এমন চোট-আঘাতের মধ্যে দিয়ে পেশাদারী ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব নয়।”

আরও পড়ুনঃ পদ্মা পারের নবাব সাকিবের অনন্য কীর্তিতে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

অবসরের পর জীবনের পরবর্তী পরিকল্পনা সমন্ধে জিজ্ঞেস করা হলে তিনি জানান, অবসরের পর তিনি পরিবারকে সময় দেবেন এবং আন্তঃদেশীয় বিভাগীয় ক্রিকেট খেলা চালিয়ে যাবেন। এছাড়াও উঠতি তরুণ পেসারদের নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here