অঞ্জন চ্যাটার্জি, স্পোর্টস ডেস্কঃ
‘ছাকা তেলে ইলিশ ভাজা, গোল করলো উই লিজ প্লাজা ‘- ইস্টবেঙ্গল ক্লাবের এই স্লোগান যদি মহামেডান সমর্থকরা নিয়ে নেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। স্লোগান না নিলেও প্লাজাকে নিয়ে স্বপ্ন দেখছে সাদা কালো সমর্থকরা। আর প্লাজাও তাঁদের আশ্বাস দিচ্ছেন ভালো কিছু করে দেখানোর জন্য।
এদিন কল্যাণীতে শুরু হয় মহামেডান অনুশীলন ফেডারেশনের গাইড লাইন মেনে। অনুশীলনের পরে প্লাজা জানান, ‘কলকাতার ক্লাবে খেলতে এলে সব সময় ভালো লাগে। যেখানে খেলি না কেন এই আবেগ মিস করি। সমর্থকদের চিৎকারের মাঝে খেলতে পারবো না ভেবে তো খারাপ লাগছে।
আরও পড়ুনঃ অনুশীলন শুরু রয় কৃষ্ণর
তবে আমি কথা দিচ্ছি মহামেডান ভালো খেলবে কারণ ক্লাবের কর্তারা খুব মনোসংযোগ করে দল করেছেন। এবারই মহামেডান শেষ বারের মতো দ্বিতীয় ডিভিশন খেলছে পরের বার থেকে আই লীগেই খেলবে এই কথা দিচ্ছি।‘ লারার দেশে স্ট্রাইকারের কথায় স্বস্তি ক্লাব কর্তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584