মেলবোর্নে নেই ওয়ার্নার, থাকবেন না অ্যাবটও

0
45

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

চোট সারেনি অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নারের। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে শুরু হিতে চলা দ্বিতীয় টেস্টেও পাওয়া যাবে না তাঁকে ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করে পুরো বিষয়টি জানাল।

David Warner | newsfront.co

ভারতের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। সেই চোটের জন্যই টি টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি।

মনে করা হয়েছিল দ্বিতীয় টেস্ট থেকে দলে ফিরবেন তিনি। সিডনি থেকে তড়িঘড়ি মেলবোর্ন উড়িয়েও আনা হয় তাঁকে। কিন্তু এখনও পুরোপুরি চোট থেকে সেরে উঠতে পারেননি অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটসম্যান। ফলে ওপেনিং জুটি নিয়ে চিন্তা রয়েই গেল অস্ট্রেলিয়ার।

আরও পড়ুনঃ রাহানেদের পেপ টক দিয়েই অস্ট্রেলিয়া ছাড়লেন বিরাট কোহলি

পেসার অ্যাবট সুস্থ, কিন্তু তিনিও নামতে পারবেন না মেলবোর্নে। কারণ জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী সিডনি থেকে এসে দলের সঙ্গে নামতে হলে থাকতে হবে কোয়রান্টিনে। সেই পর্ব কাটার আগেই শুরু হয়ে যাবে দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুনঃ ফের ব্যাট হাতে সৌরভ

অস্ট্রেলিয়া যদিও এঁদের পরিবর্তে কাউকে দলে নিচ্ছে না। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে ভারতকে ৮ উইকেটে হারানো দল নিয়েই মেলবোর্নে নামতে পারে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে জো বার্নস এবং ম্যাথু ওয়েডকে নিয়ে প্রশ্ন থাকলেও বক্সিং ডে টেস্টে আরও এক বার সুযোগ পেতে চলেছেন তাঁরা। যদিও প্রথম ইনিংসে দুজনের ব্যাট ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দুজনেই ভাল রান করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here