শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচের খেলা মাঠে গড়ালো। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আকর্ষণ কতটা বাড়াবে এ ম্যাচ, তা নিয়ে সংশয় থাকতে পারে। দুই দল মিলিয়ে ম্যাচে রান হল ২৩৯। মার্কাস স্টয়নিসের যে চারে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হল তা নিয়ে ম্যাচে বাউন্ডারির সংখ্যা ২১টি। ছক্কা তো অস্ট্রেলিয়া মারতেই পারেনি, দক্ষিণ আফ্রিকার ইনিংসেও দেখা গেছে মাত্র ২টি।
আবুধাবিতে আজ সুপার টুয়েলভের প্রথম ম্যাচটা বুঝিয়ে দিয়ে গেল, টি-টোয়েন্টি মানেই যে চার-ছক্কার বিজ্ঞাপন, সেই ধারণাটা হয়তো সংযুক্ত আরব আমিরশাহীতে এসে কিছুটা প্রশ্নের মুখে পড়ে যাবে!
পড়লে পড়ুক, অস্ট্রেলিয়া আপাতত এ নিয়ে হয়তো ভাববে না। বিশ্বকাপে প্রথম ম্যাচ স্নায়ুর পরীক্ষাও নেয়, তাতে দক্ষিণ আফ্রিকার পাশাপাশি স্নায়ুকেও বশে রেখে শেষ পর্যন্ত জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়ানরা।
Australia beat South Africa by five wickets in T20 World Cup Super 12 match in Abu Dhabi
— Press Trust of India (@PTI_News) October 23, 2021
আরও পড়ুনঃ অপ্রতিরোধ্য কোহলিদেরকে হারাতে পারলেই বোনাস মিলবে পাক খেলোয়াড়দের
ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী রেখে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে মাত্র ১১৮ রান। এত অল্প রান নিয়েও যে অস্ট্রেলিয়াকে একেবারে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেছে প্রোটিয়ারা, সেটি হয়তো প্রোটিয়াদের বোলিং দক্ষতার পাশাপাশি পিচের অবস্থাও বোঝায়। তবে নখকামড়ানো উত্তেজনা শেষে দুই বল হাতে রেখেই ৫ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584